মেদিনীপুর বনবিভাগে হাতির সংখ্যা বাড়ায় জীবিকায় টান গ্রামবাসীদের
বর্তমান | ০২ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর বনবিভাগে হাতির সংখ্যা বাড়ায় সমস্যায় গ্রামবাসীরা। হাতির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা বাড়ছে। জানা গিয়েছে, মেদিনীপুর বন বিভাগ এলাকায় ২২টি হাতি রয়েছে। ঝাড়গ্রাম জেলা সহ বিভিন্ন এলাকা থেকে দলছুট হাতি বিভিন্ন জঙ্গলে ছড়িয়ে থাকায় সমস্যা বাড়ছে। গ্রামবাসীরা জানাচ্ছেন, দলছুট হাতি এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে দ্রুত চলে যাচ্ছে। এই মুহূর্তে কোন জঙ্গলে হাতি রয়েছে, তা বোঝা যাচ্ছে না। একইসঙ্গে রাতের অন্ধকারে খাবারের সন্ধানে গ্রামেও ঢুকছে। শেষ কয়েক মাসে বেশকিছু এলাকায় হাতির তাণ্ডবের জেরে বাড়ি - ঘর ভেঙেছে। মেদিনীপুর বন বিভাগের ডিএফও দীপক এম জানিয়েছেন, হাতির গতিবিধির উপর নজর রাখছেন বনকর্মীরা। কেউ আতঙ্কিত হবেন না। বনদপ্তরের নির্দেশিকা মেনে চলুন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলমহলের মানুষের জঙ্গলের উপরই নির্ভরশীল। বর্ষা পড়তেই বহু মানুষ জঙ্গলে ছাতু, বনজ ফল কুড়োতে যান। বিভিন্ন বাজারে সেই বনজ জিনিস বিক্রি করে উপার্জন করেন গ্রামবাসীরা। এছাড়া বহু মানুষ জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে, তা বিক্রি করে সংসার চালান। কিন্তু তাতেই বাঁধা হয়ে দাঁড়াচ্ছে হাতি। জানা গিয়েছে, মেদিনীপুর বন বিভাগের চাঁদড়া, আরাবাড়ি, পিড়াকাটা সহ একাধিক রেঞ্জ এলাকায় দলছুট হাতি রয়েছে। চাঁদড়া রেঞ্জ এলাকার বাসিন্দা পলাশ দাস বলেন, হাতির সমস্যা দিন দিন বাড়ছে। হাতির তাণ্ডবে বহু চাষির ক্ষতি হয়ে গিয়েছে। ক্ষতিপূরণের টাকা আরও বাড়ানো প্রয়োজন।-নিজস্ব চিত্র