নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোনা এক্সপ্রেসওয়েতে এলিভেটেড করিডর নির্মাণ নিয়ে শুক্রবার লালবাজারে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এই বৈঠকে হাওড়া, বারাকপুর কমিশনারেটের পাশাপাশি কলকাতা ট্রাফিক পুলিসের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। লালবাজার সূত্রের খবর, এলিভেটেড করিডরের জন্য গার্ডার বসানোর সময় যান নিয়ন্ত্রণের রূপরেখা ঠিক করতেই এই বৈঠক ডাকা হয়েছিল। তবে কবে থেকে এই গার্ডার বসানোর কাজ শুরু হবে, তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।