• বিমানবন্দরের ভিতরে কাচের দেওয়াল ভাঙলেন বাংলাদেশী নাগরিক, চাঞ্চল্য
    বর্তমান | ০২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিমানবন্দরের ভিতরে আন্তর্জাতিক ট্রানজিট এরিয়াতে কাচের দেওয়াল ভেঙে ফেলার অভিযোগ উঠল এক বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে। হঠাৎ করে ওই ব্যক্তি কেন এমন কাণ্ড ঘটালেন, তা নিয়ে বিমানবন্দরের মধ্যে তুমুল আলোড়ন পড়ে যায়। তৈরি হয় আতঙ্কের পরিবেশ। ঘটনার তদন্তে ছুটে আসেন স্বয়ং সিআইএসএফের ডিআইজি। ওই যাত্রীর সম্পর্কে যাবতীয় খোঁজখবর শুরু হয়েছে। চলছে তদন্ত। 

    কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার আশরাফুল হোসেন নামে ২৫ বছর বয়সি ওই যাত্রী সিঙ্গাপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। প্রথমে তিনি সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন। তারপর কলকাতা থেকে ঢাকাগামী তাঁর সংযোগকারী বিমান ছিল। সিঙ্গাপুর থেকে কলকাতায় আসার পর বিমানের অপেক্ষা করছিলেন ওই যাত্রী। তাঁর কাছে ভারতীয় ভিসা ছিল না। ফলে আন্তর্জাতিক ট্রানজিট এরিয়ার মধ্যেই তাঁকে অপেক্ষা করতে হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ অপেক্ষার পর হঠাৎই ট্রানজিট এরিয়ার মধ্যে থাকা কাচের দেওয়াল ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। তা দেখতে পেয়ে বিমানবন্দরে কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা ছুটে আসেন। হাতেনাতে ধরে ফেলেন ওই যাত্রীকে। ওই ব্যক্তির অন্য কোনও অসৎ উদ্দেশ্য ছিল কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। তৎক্ষণাৎ খবর যায় সিআইএসএফের ডিআইজি অজয় কুমারের কাছে। তিনিও ঘটনাস্থলে ছুটে আসেন। জানা গিয়েছে, কাচের দেওয়াল ভেঙে ফেলায় ওই যাত্রীর গুরুতর আঘাত লাগে। রক্ত বের হতে থাকে। বিমানবন্দরের মেডিক্যাল টিমের আধিকারিকরা প্রাথমিক চিকিৎসা করেন। এরপর শুরু হয় দফায় দফায় জিজ্ঞাসাবাদ।কিন্তু যথাযথ জবাব দিতে পারছিলেন না ওই ব্যক্তি। তারপর বিশেষ অনুমতির ব্যবস্থা করে ওই ব্যক্তিকে বাইরে নিয়ে আসা হয়। পরবর্তীতে আরও তদন্তের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ওই ব্যক্তিকে এনএসসিবিআই থানার হাতে তুলে দেওয়া হয়েছে। তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে।
  • Link to this news (বর্তমান)