• বড় জয় ডায়মন্ডহারবারের
    বর্তমান | ০২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপে বড় জয় পেল ডায়মন্ডহারবার এফসি। শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে কিবু ভিকুনার দল ৮-১ গোলে বিধ্বস্ত করে বিএসএফকে। একাই চার গোল করে বিপক্ষকে দুমড়ে দেন ব্রাজিলিয়ান ফুটবলার ক্লেটন সিলভা। এছাড়া জোড়া লক্ষ্যভেদ লুকা মাজেনের। জবি জাস্টিন ও পল স্কোরশিটে নাম তোলেন। একটা সময় দরবারা সিংয়ের মতো ফুটবলার উপহার দেওয়া বিএসএফের অবস্থা এখন সত্যিই করুণ। গ্রুপে মোহন বাগানের বিরুদ্ধে ম্যাচ বাকি ডায়মন্ডহারবার এফসি’র।

    এদিকে, ঘরোয়া লিগের নতুন সূচি প্রকাশ করল আইএফএ। আগামী রবিবার বারাকপুরে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ পুলিস এসি। পরদিন নৈহাটিতে মহমেডান স্পোর্টিং খেলবে পিয়ারলেসের বিরুদ্ধে।
  • Link to this news (বর্তমান)