সংবাদদাতা, কাকদ্বীপ: ২০২১-’২২ অর্থবর্ষে মনরেগা (এমজিএনআরইজিএ) প্রকল্পের টাকা নয়ছয় করার অভিযোগ তুললেন নামখানার বাসিন্দা স্নেহাশিস গিরি। তিনি গত ১৬ জুলাই বিভিন্ন দপ্তরে এ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী স্নেহাশিস গিরি বলেন, লকডাউনের সময় মনরেগা প্রকল্পের টাকা নয়ছয় করা হয়েছে। সেই সময় কোনও প্রাকৃতিক দুর্যোগ হয়নি। অথচ বাড়ির ক্ষয়ক্ষতির (হাউস ড্যামেজ স্কিম) কথা উল্লেখ করে জব কার্ডের মাধ্যমে উপভোক্তাদের টাকা দেওয়া হয়েছে। দেখা গিয়েছে, বহু উপভোক্তা বিষয়টি জানতেনই না। অথচ তাঁদের নামে বরাদ্দ টাকা অন্য লোকে তুলে গিয়েছে। এমনকী যিনি মারা গিয়েছেন, তাঁর নামেও টাকা উঠেছে। সেই সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও উল্লেখ করেছেন তিনি। সব মিলিয়ে কেলেঙ্কারির অঙ্ক এক কোটির বেশি।
এক উপভোক্তার স্ত্রী সুমতি মাইতি বলেন, ‘আমার স্বামী বিমল মাইতি ২০১৭ সালে মারা গিয়েছেন। তাঁর জব কার্ডে ওই সময় একবার টাকা ঢুকেছিল। কিন্তু সুপারভাইজার সেই টাকা চেয়ে নিয়ে গিয়েছেন। তিনি বলেছিলেন, এই জব কার্ডে অন্যজন কাজ করেছেন। তাঁকে টাকা দিতে হবে।’ নামখানার দেবনগরের বাসিন্দা অলক কুণ্ডু বলেন, ‘আমার জব কার্ড রয়েছে। শুনেছি তার মাধ্যমে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কিন্তু সেই টাকা আমি পাইনি। বিষয়টিও আমার জানা ছিল না। বিডিও অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখব’। নামখানার বিডিও অমিত সাহু বলেন, ‘এমন কোনও অভিযোগ থাকলে খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে, নিশ্চিতভাবেই ব্যবস্থা গ্রহণ করা