• বারাকপুরে প্রবীণ নাগরিকদের সাইবার সচেতনতা শিবির
    বর্তমান | ০২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সাইবার প্রতারকদের সফ্ট টার্গেট প্রবীণ ব্যক্তিরা। বিদ্যুতের বিল, পেনশনের টাকা বা পার্সেলের নামে ফোন করে তাঁদের জালে ফেলা হয়। হালিশহর, কাঁচরাপাড়ায় এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। প্রবীণ ব্যক্তিদের প্রতারণার হাতে থেকে আটকাতে, তাঁদের নিয়ে শুক্রবার বিজপুর থানার উদ্যোগে একটি বিশেষ সচেতনতা শিবির করা হল। সেখানে তাঁদের বোঝানো হয়, এই ধরনের ফোন কল এলে কী করতে হবে। বহু প্রবীণ মানুষ সেখানে উপস্থিত ছিলেন। ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কর্তারা। প্রবীণদের সমস্যা দেখার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পুলিস অফিসারের ফোন নম্বর দেওয়া হয়েছে। কোনও ব্যক্তি প্রতারিত হলে সঙ্গে সঙ্গে এই নম্বরে জানালে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। বারাকপুর পুলিস কমিশনারেট থেকে প্রতিটি থানাকে এ ধরনের সাইবার সচেতনতা শিবির করতে নির্দেশ দেওয়া হয়েছে। 
  • Link to this news (বর্তমান)