• হাওড়া-শিয়ালদহ লাইনে দুর্ভোগের শঙ্কা, আজ-কাল বাতিল ৩০টি লোকাল ট্রেন
    বর্তমান | ০২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে আজ ও আগামী কাল একাধিক ট্রেন বাতিল থাকবে। ট্র্যাক মেরামতির কারণে বাতিল করা হবে ট্রেন। ফলে সপ্তাহের শেষে যাত্রীদের জন্য অপেক্ষা করছে দুর্ভোগ। শিয়ালদহ ডিভিশনের দমদম জংশনে লাইন মেরামতের কাজে আজ রাত ১০টা ৫০ থেকে সকাল ৫টা ৫০মিনিট পর্যন্ত সাত ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সংযোগ। যার জেরে আজ ও আগামী কাল দু’ডজন লোকাল বাতিল করা হচ্ছে। শনিবারের বাতিল ট্রেনগুলি হল, শিয়ালদহ-বনগাঁ (আপ-ডাউন) ৩৩৮৬১, ৩৩৮৫৮। শিয়ালদহ-নৈহাটি (আপ-ডাউন) ৩১৪৪৭, ৩১৪৫০। আগামী কাল, রবিবার বাতিল থাকা ট্রেনগুলি হল, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত (আপ-ডাউন) ৩১৩১৩, ৩১৩১৬। শিয়ালদহ-নৈহাটি (আপ-ডাউন) ৩১৪১১, ৩১৪১৪। শিয়ালদহ-হাবরা (আপ-ডাউন) ৩৩৬৫১, ৩৩৬৫২। শিয়ালদহ-ডানকুনি (আপ-ডাউন) ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮। শিয়ালদহ-বারাসত (আপ-ডাউন) ৩৩৪৩১, ৩৩৪৩২। শিয়ালদহ-রানাঘাট (আপ-ডাউন) ৩১৬১১, ৩১৬১২। শিয়ালদহ-বনগাঁ (আপ-ডাউন) ৩৩৮১৭, ৩৩৮২৬। এছাড়াও কয়েকটি ট্রেন এ সময় শিয়ালদহের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে যাত্রা শুরু অথবা যাত্রা শেষ করবে। 

    অন্যদিকে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশনে একইভাবে ট্র্যাকে জরুরি মেরামতের কাজ হবে। তার জেরে রবিবার এই শাখায় ছ’টি লোকাল ট্রেন চলবে না। বাতিল ট্রেনগুলি হল, ব্যান্ডেল থেকে–৩৭৫৩৮, ৩৭৫৪০, ৩৭৭৫১। নৈহাটি থেকে–৩৭৫৩৭, ৩৭৫৩৯। কাটোয়া থেকে–৩৭৭৪৬। পূর্ব রেলের এই কাজের জেরে আগামী কাল কয়েকটি ট্রেনের গতি নিয়ন্ত্রণও করা হবে মাঝরাস্তায়। যার মধ্যে হাওড়া-মালদহ ইন্টারসিটি (১৩৪৬৫) এক্সপ্রেস আধ ঘণ্টা নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে।  -ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)