• প্রথম দিনে ৫৭ ক্যাম্পে শুরু হচ্ছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’
    বর্তমান | ০২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: সারা রাজ্যের পাশাপাশি আজ উত্তর ২৪ পরগনা জেলাতেও শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। শুক্রবার সব বিডিওকে নিয়ে জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠক করেন। ক্যাম্প সুষ্ঠুভাবে করার বিষয়ে বার্তা দিয়েছেন জেলার দায়িত্বপ্রাপ্ত কর্তা। উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন। ফলে এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে প্রশাসন। দুর্গত এলাকাগুলিতে শেষের দিকে ক্যাম্প করার ভাবনা নেওয়া হয়েছে। নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। ক্যাম্পে মূলত পাড়ার ছোট আকারের সমস্যা সমাধান হবে। প্রতি বুথকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বারাসতে ১৯৯১, বারাকপুরে ১৫৯১, বসিরহাটে ১৮৮২, দমদমে ১৭৯২ ও বনগাঁতে আছে ১৩৯১টি বুথ। তাই ক্যাম্প কিভাবে করতে হবে সেই নির্দেশ চলে এসেছে জেলায়। আগামী পাঁচদিনের ক্যাম্পের নথি প্রশাসন তৈরি করে ফেলেছে। সেই তথ্য অনুযায়ী, জেলায় মোট ৮৬৪৭ টি বুথের মধ্যে পাঁচদিনে ২১২টি ক্যাম্প হবে। আজ, প্রথম দিন হবে ৫৭টি। চার আগস্ট হবে ৪২, পাঁচ আগস্ট ৪৩, ছয় আগস্ট ৩৭ ও সাত আগস্ট হবে ৩৩ টি ক্যাম্প। শিবিরে মূলত পঞ্চায়েত, সেচ, বিদ্যুৎ, পূর্ত, স্বাস্থ্য সহ একাধিক দপ্তরের কর্তারা হাজির থাকবেন। জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, জেলার অনেক এলাকায় জল জমে আছে। সেই এলাকায় দেরিতে ক্যাম্প হবে। হাতে সময় আছে দু’মাস। তাই কাজের গতি কমিয়ে মানের দিকে গুরুত্ব দেওয়া হবে। আগে থেকেই সমস্ত দপ্তরকে সতর্ক করা হয়েছে। আমরা আশাবাদী, প্রথম দিনের ৫৭টি ক্যাম্পই সফল হবে।
  • Link to this news (বর্তমান)