• জমা জল ঘিরে উত্তেজনা লিলুয়ায়
    বর্তমান | ০২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুক্রবার সকালে এলাকায় জল জমাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার লিলুয়ার জগদীশপুরে। রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা জমা জলের প্রতিবাদে নামলে পুলিসের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিস। ঘটনার জেরে দীর্ঘক্ষণ বেনারস রোডে যান চলাচল ব্যাহত হয়। লিলুয়া জগদীশপুরের দেবীরপাড়া এলাকায় চলতি বর্ষার শুরু থেকেই জমা জলের সমস্যা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সুরাহা চেয়ে জগদীশপুর পঞ্চায়েত সদস্যের কাছে গিয়েছিলেন তাঁরা। কিন্তু পঞ্চায়েতের তরফে তাঁদের কথাকে আমল দেওয়া হয়নি। এরপরেই এদিন সকালে বেনারস রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন দেবীরপাড়ার বাসিন্দারা। দিনের ব্যস্ত সময়ে স্থানীয়দের বিক্ষোভের জেরে তীব্র যানজট তৈরি হয়। পরিস্থিতি সামলাতে ছুটে আসে জগদীশপুর ফাঁড়ির বিশাল পুলিস বাহিনী। পুলিস বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজন স্থানীয়র সঙ্গে বচসা শুরু হয় পুলিসের। আচমকা হাতাহাতির রূপ নেয়। পরিস্থিতি সামলাতে মৃদু লাঠিচার্জ করতে হয় পুলিসেকে। এরপরেই ভিড় সরে এলাকা থেকে। বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। যদিও পড়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)