• Breaking News Live: জম্মু-কাশ্মীরে স্করপিওতে পড়ল বোল্ডার, SDM-সহ মৃত ২
    এই সময় | ০২ আগস্ট ২০২৫
  • জম্মু-কাশ্মীরে মর্মান্তিক দুর্ঘটনা। জম্মুর রিয়াসি জেলায় শুক্রবার সন্ধেয় পাহাড় থেকে বিশাল আকারের বোল্ডার ধসে পড়ে স্করপিও গাড়ির উপরে। গাড়িতে ছিলেন উধমপুর জেলার রামনগরের SDM ও তাঁর পরিবারের লোকজন। ঘটনাস্থলেই মারা গিয়েছেন SDM রাজেন্দ্র সিং এবং তাঁর ৬ বছরের ছেলে। গুরুতর জখম হয়েছেন রাজেন্দ্রর স্ত্রী ও তাঁর আত্মীয়রা। আহত চালকও। তাঁদের রিয়াসি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ধস নামল হিমাচল প্রদেশের মান্ডিতে। বন্ধ চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক। শনিবার ভোর ৪টে নাগাদ এই ঘটনা ঘটে। ধসের ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, জাতীয় সড়কের উপরে পড়ে রয়েছে বড় বড় পাথর। দেখা গিয়েছে চওড়া ফাটলও।

    প্রবীণ নাগরিকদের জন্য ফের 'কনসেশন' (টিকিটের দামে ছাড়) চালু করার কথা ভাবছে রেলমন্ত্রক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় জানিয়েছেন, থ্রি-এসি এবং স্লিপার ক্লাসে সিনিয়র সিটিজ়েনদের জন্য ফের কনসেশন চালু করা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। কয়েকজন সাংসদ বিষয়টি উত্থাপন করেছিলেন। তার পরেই কনসেশন চালু করার কথা ভাবছে রেলমন্ত্রক। প্রবীণ নাগরিকরা রেল ভ্রমণ করলে আগে টিকিটের দামে কনসেশন পেতেন। ২০২০ সাল থেকে কনসেশন বা ছাড় বন্ধ রয়েছে।

    বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নিজের লোকসভা কেন্দ্রে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। বাদল অধিবেশনের মধ্যে এই সফরের দিকে নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিরোধীদের আক্রমণ করে কিছু বলেন কি না, সেদিকে নজর থাকবে। একই সঙ্গে, তাঁর বক্তৃতায় ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এবং ট্যারিফ প্রসঙ্গ উঠে আসে কি না, নজর থাকবে সেই দিকেও।

    আজ, শনিবার থেকে শুরু হচ্ছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। পশ্চিমবঙ্গের প্রায় ৮০ হাজার বুথের বাসিন্দাদের ছোটখাটো সমস্যার সমাধান হবে নিমেষে। এই নিয়ে ইতিমধ্যেই জেলাশাসকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজকুমার পন্থও। সেখানেই এই কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গিয়েছে।

    জম্মু-কাশ্মীরের কুলগামে সেনাবাহিনীর গুলিতে খতম এক জঙ্গি। কুলগামের আখাল এলাকার জঙ্গলে জঙ্গিদের খোঁজে শুক্রবার থেকে সেনাবাহিনীর চিরুনি তল্লাশি শুরু হয়েছে। গতকাল রাতে সেনা জওয়ানদের লক্ষ্য করে আচমকা গুলি ছোড়ে জঙ্গিরা। সেনার পাল্টা গুলিতে নিহত হয় এক জঙ্গি। সারারাত জঙ্গিদের সঙ্গে সেনার গুলি বিনিময় হয়। শনিবার সকালেও সংঘর্ষ থামেনি।

    সপ্তাহান্তেও স্বস্তি নেই। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

  • Link to this news (এই সময়)