নিজস্ব প্রতিনিধি, বারাসত: আগামী ১৫ আগস্ট লোকনাথ বাবার ২৯৫তম জন্মতিথি। সেই উপলক্ষ্যে শুক্রবার বারাসতে সাংবাদিক সম্মেলন করল কচুয়া লোকনাথ মিশন উৎসব কমিটি। জন্মস্থান নিয়ে বিভ্রান্তি এড়ানো, মন্দিরের পথনির্দেশ সহ একাধিক বিষয় মানুষকে জানাতে এদিন একটি ওয়েবসাইটের সূচনা হয়। এছাড়া, মিশনের স্বেচ্ছাসেবকদের জন্য নতুন টি-শার্টের উন্মোচন হয় এদিন।
জন্মাষ্টমীর দিন কলকাতার বাগবাজার, বাবুঘাট, বারাকপুর সহ গঙ্গার বিভিন্ন ঘাট থেকে ভক্তরা জল নিয়ে যান কচুয়া মন্দিরে। কয়েকবছর আগে ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটেছিল কচুয়ায়। উৎসব কমিটির সহ-সভাপতি অলোক দত্ত বলেন, ‘লোকনাথ বাবার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়, গুরুদেব ভগবান গঙ্গোপাধ্যায় কচুয়া গ্রামের বাসিন্দা ছিলেন। বাবা যে মন্দিরে কালীপুজো করতেন, সেই মন্দিরও কচুয়াতেই। তাই ভক্তদের বিশ্বাস, বাবার জন্মস্থান হল কচুয়া। কিন্তু অনেকে তা নিয়ে বিভ্রান্তি ছড়ায়। আমাদের মন্দির তৈরি হয় ১৯৭৮ সালে।
এবার জন্মাষ্টমীতে উৎসব কমিটির পক্ষ থেকে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। মন্দিরের রাস্তায় পর্যাপ্ত আলো, সিসি ক্যামেরার নজরদারি ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই থাকছে ভোগের ব্যবস্থা।