কোন্নগরে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী বাঘার ভাই-সহ ৩
প্রতিদিন | ০২ আগস্ট ২০২৫
সুমন করাতি, হুগলি: কোন্নগরের কানাইপুরের তৃণমূল নেতা খুনে অবশেষে গ্রেপ্তার। পুলিশের জালে তিন দুষ্কৃতী। তাদের মধ্যে রয়েছে কুখ্যাত দুষ্কৃতী বাঘার ভাই। তাদের বারাসত ও বেলঘরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় আরও অনেকে যুক্ত আছে বলে অনুমান। তাদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে কানাইপুর এলাকার এক ব্যবসায়ীকে।
প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]