• হুগলিতে তৃণমূল নেতা খুনে কুখ্যাত দুষ্কৃতীর ভাই-সহ গ্রেপ্তার ৩
    এই সময় | ০২ আগস্ট ২০২৫
  • হুগলিতে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার ৩ দুষ্কৃতী। শনিবার বারাসত ও বেলঘরিয়া থেকে তাদের গ্রেপ্তার করে চন্দননগর পুলিশ কমিশনারেট। ধৃতদের মধ্যে কানাইপুরের এক কুখ্যাত দুষ্কৃতীর ভাই রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যবসায়ীকেও আটক করেছে পুলিশ। খুনের তদন্ত এখনও শেষ হয়নি।

    বুধবার সন্ধ্যায় কোন্নগরের কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। কলকাতায় হাসপাতালে নিয়ে আসা হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

    এর পরেই তদন্তে নামে পুলিশ। বারাসত ও বেলঘরিয়া থেকে এক কুখ্যাত দুষ্কৃতীর ভাই-সহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে এক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে। তিনি তৃণমূল নেতার পরিচিত বলে জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, খতিয়ে দেখছে পুলিশ।

    চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অর্ণব ঘোষ বলেন, ‘সিসিটিভি ফুটেজে পুরো দৃশ্য ধরা পড়েছিল। সেই মতো তল্লাশি চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সুপারি কিলার। পুলিশ তদন্ত করছে। ধৃতদের আরও জেরা করে খুনের উদ্দেশ্য জানা হবে।’

    চলতি মাসে ৪ জেলায় খুন হয়েছেন ৬ তৃণমূল নেতা-কর্মী। মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, একের পর এক জেলায় রাজনৈতিক নেতার মৃত্যুতে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এর মাঝেই হুগলিতে চাঞ্চল্যকর ঘটনা। জানা গিয়েছে, কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে অফিস থেকে বাড়ি ফেরার পথে হঠাৎই দুষ্কৃতীরা পিন্টুর উপর চড়াও হয়। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

  • Link to this news (এই সময়)