• মর্মান্তিক! বিরাটিতে ঘরের জমা জলে পড়ে ৫ মাসের শিশুর মৃত্যু
    এই সময় | ০২ আগস্ট ২০২৫
  • বিরাটির দেবীনগরে মর্মান্তিক ঘটনা। জমা জলে পড়ে মৃত্যু হলো পাঁচ মাসের শিশুকন্যার। উত্তর দমদম পুরসভা এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা। জল ঢুকে গিয়েছে ঘরের ভিতরেও। শনিবার সকাল সাড়ে নটা নাগাদ ঘরে জমা জলে পড়েই একরত্তির মৃত্যু হয় বলে এলাকার লোকজনের অভিযোগ। এই মুহূর্তে শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে এনআরএস হাসপাতালে। সেখানে ময়নাতদন্ত হবে বলে খবর।

    উত্তর দমদমের দেবীনগর-সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এ দিন সকালে ঘরের বিছানায় শোওয়ানো ছিল সিভিক ভলান্টিয়ার পাপন ঘোড়ুইয়ের পাঁচ মাসের মেয়ে ঋষিকা ঘোড়ুইকে। ঘর জলমগ্ন। কোনও ভাবে সেই জলে পড়ে যায় শিশুটি। তলিয়ে যায় একরত্তি।

    এলাকার লোকজন জানান, শিশুটি ঘুমোচ্ছিল। মা সব সময়ে মেয়ের সঙ্গে থাকলেও তখনই বাথরুমে যান। কখন যে হাত পা নেড়ে একরত্তি খাটের নীচে পড়ে যায়, টেরও পায়নি কেউ। মা এসে দেখেন খাট ফাঁকা। মেয়ে জলে পড়ে আছে। তড়িঘড়ি বুকে জড়িয়ে হাসপাতালে ছোটে পরিবার। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

    এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। তাঁদের দাবি, সামনে খাল রয়েছে। তার কোনও সংস্কার করা হয় না। ফলে বৃষ্টি থামলেও জলের যন্ত্রণায় ওষ্ঠাগত এলাকার লোকজনের প্রাণ। জল ঠেলে এলাকায় যাতায়াত করতে হয়। সেই সব যন্ত্রণার সঙ্গে এলাকার লোকজন মানিয়ে নিলেও, শনিবার যে ঘটনা ঘটেছে, তার পরে তাঁরা আর চুপ থাকবেন না বলেই জানিয়েছেন।

    এলাকার কাউন্সিলর প্রশান্ত দাস অবশ্য হাত উল্টে দিয়েছেন। তাঁর বক্তব্য, শুক্রবার এক ঘণ্টা যে বৃষ্টি হয়েছে তাতেই এই জল। প্রশান্ত বলেন, ‘যে পরিমাণ বৃষ্টি হয়েছে, নালা হাজার ভালো থাকলেও প্রকৃতিকে ঠেকানো সম্ভব নয়।’

  • Link to this news (এই সময়)