• দৌড়ে উঠতে গিয়ে চলন্ত ট্রেনের তলায় যুবক, ছুটে গেল RPF, তার পর...
    এই সময় | ০২ আগস্ট ২০২৫
  • ঘড়ির কাঁটা তখন সকাল সাড়ে আটটা ছুঁই ছুঁই। বাঁকুড়া স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে একটি ট্রেন। ওই ট্রেনে ওঠার জন্য ছুটছিলেন এক যুবক। ট্রেনের দরজায় ধাক্কা খেয়ে প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে পড়ে যান তিনি। তবে এ যাত্রায় বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক। ঘটনা শুক্রবারের। কিন্তু কী ঘটেছিল?

    রেল পুলিশ সূত্রে খবর, বাঁকুড়া স্টেশন থেকে সবে মাত্র ছেড়েছিল আসানসোল মেমু প্যাসেঞ্জার ট্রেন। দৌড়ে সেই ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের তলায় চলে যাচ্ছিলেন যুবক। সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে আসে কর্তব্যরত RPF কর্মীর। দৌড়ে গিয়ে তিনি টেনে তোলেন যুবককে। সামান্য চোট-আঘাত লাগলেও প্রাণে বেঁচে যান ওই যুবক।

    পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম সঞ্জয় ক্ষেত্রপাল। তিনি বাঁকুড়া জেলার সিমলাপাল থানা এলাকার বাসিন্দা। পুরো ঘটনাটি ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ফুটেজে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই রীতিমতো চক্ষু চড়কগাছ রেল আধিকারিকদের একাংশের।

    বাঁকুড়া RPF-এর ভারপ্রাপ্ত আধিকারিক তপনকুমার রায় বলেন, 'আমাদের কর্তব্যরত কনস্টেবলরা ছুটে গিয়ে ওই যুবককে উদ্ধার করে। দ্রুত তৎপর হওয়ায় সুস্থ অবস্থাতেই উদ্ধার করা গিয়েছে ওই যুবককে।'

  • Link to this news (এই সময়)