• কালাচিনিতে মাঠের মধ্যে পড়ে হাতির দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য!
    বর্তমান | ০২ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: শনিবার সকালে আলিপুরদুয়ারে চাঞ্চল্যকর ঘটনা। কালচিনির চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের দলবদলবস্তি এলাকার মাঠে দেখা গেল একটি হাতির মৃতদেহ। সেটির দেহে কোন ধরনের আঘাতের চিহ্ন নেই। ফলে হাতিটির মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য।স্থানীয়দের দাবি, হাতিটি সম্ভবত স্ত্রী হাতি হবে। হাতিটির দেহ যেখানে পড়েছিল তার উপর দিয়ে গিয়েছে ১১ হাজার হাইটেনশন বিদ্যুৎ পরিবাহী তার। যদিও হাতিটির দেহ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কোনও চিহ্ন নেই। হাতির মৃত্যুর খবর পয়েই ঘটনাস্থলে যান বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্তারা। বনদপ্তর জানিয়েছে, ময়নাতদন্তের পর সন্ধ্যা ছ'টা নাগাদ হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
  • Link to this news (বর্তমান)