পুজোর এক মাস আগে দিতে হবে বোনাস, জলপাইগুড়ি শহর সংলগ্ন চা বাগানগুলিতে হল গেট মিটিং
বর্তমান | ০২ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উৎসবের আগে চা বাগানগুলিতে বোনাস নিয়ে শোরগোল। ১০ আগষ্টের মধ্যে বোনাস মিটিং ডাকা এবং উৎসবের ন্যূনতম চার সপ্তাহ বা এক মাস আগে সমস্ত শ্রমিকের বোনাস মিটিয়ে দেওয়ার দাবিতে শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড়, ময়নাগুড়ির রামসাইয়ের যাদবপুর চা বাগানে হল গেট মিটিং। উত্তরবঙ্গের চা শ্রমিকদের ইউনিয়নগুলির যৌথ মঞ্চ জয়েন্ট ফোরামের ডাকে এই সভা হয়। চা শ্রমিকদের তরফে এই বছর ২০ শতাংশ বোনাসের দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়। গত বছর চা বাগান শ্রমিকরা ১৬ শতাংশ বোনাস পেয়েছিলেন। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে তিনদিন ধরে উত্তরবঙ্গের সমস্ত চা বাগানে বোনাস মিটিং ১০ আগষ্টের মধ্যে ডাকার দাবিতে গেট মিটিং হয়। যৌথ মঞ্চের তোপ, প্রতি বছরই দেখা যায় উৎসবের প্রাক্কালে চা শ্রমিকদের বোনাস নিয়ে মালিকপক্ষ টালবাহানা শুরু করে। আগে মিটিং না করে একেবারে উৎসবের প্রাক্কালে মিটিং করার মধ্যে দিয়ে তড়িঘড়ি বোনাস ফয়সলা করতে চায় মালিকপক্ষ। কিন্তু এ বছর ১০ আগষ্টের মধ্যেই বোনাস মিটিং ডাকার দাবি নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে গেট মিটিংয়ের প্রথম ধাপ শেষ হল এদিন। জয়েন্ট ফোরামের দাবি, ২০ শতাংশ হারে বোনাস দিতে হবে। উৎসব শুরুর ন্যূনতম চার সপ্তাহ আগে বোনাস মিটিয়ে দিতে হবে। দ্রুত বোনাস মিটিং না ডাকা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।