সংবাদদাতা, বনগাঁ: শনিবার বনগাঁয় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। দুর্ঘটনার জেরে জখম হলেন কমপক্ষে ৩০ জন যাত্রী। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটেছে বনগাঁ-বাগদা সড়কের চাঁদা রায়পুরে।জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে নটা নাগাদ বাগদার বয়রা থেকে বনগাঁগামী ৯২ রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন চালকসহ বহু যাত্রী। ক্রেন নিয়ে এসে গাড়ি সরিয়ে তাঁদেরকে উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রশাসনের গাফিলতিকে দায়ী করেছেন যাত্রীরা। তাঁদের দাবি দীর্ঘদিন ধরে বনগাঁ-বাগদা সড়কের অবস্থা খুবই শোচনীয়। রাস্তায় বড় বড় গর্ত। আগেও এবিষয়ে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি। আজ একটি গর্ত পাশ কাটাতে গিয়েই বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে দাবি স্থানীয়দের।