• ফের কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ি, ৩ শিশুসহ জখম ৭
    বর্তমান | ০২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের কলকাতায় ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির একাংশ। মানিকতলা মেইন রোডের ১২১/৪ নম্বর বাড়িটি এদিন ভেঙে পড়ে। এই নিয়ে গত এক সপ্তাহে টানা ৪-৫টি বাড়ি ভেঙে পড়ার ঘটনা সামনে এল। এর আগে বাড়ি ভাঙার জেরে দুর্ঘটনা না ঘটলেও, এবার জখম হয়েছে ৩ শিশুসহ মোট ৭ জন।  স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাড়িটি ওই ওয়ার্ডের প্রয়াত প্রাক্তন কাউন্সিলার প্রণব বসুর। বাড়ির একটা অংশ পরিত্যক্ত ছিল। অন্য অংশে প্রণববাবুর আত্মীয়রা থাকেন। যে অংশ পরিত্যক্ত ছিল সেই অংশটি ভেঙে পাশের বাড়িতে পড়ে। যার জেরে পাশের বাড়ির ৭ জন আহত হন। তাঁদের মধ্যে ৩ জন শিশু ছাড়াও রয়েছেন ২ জন প্রবীণ নাগরিক ও ২ মহিলা। দুর্ঘটনার পর তাঁদের মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে, প্রাথমিক চিকিৎসার পর ছুটি দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)