• দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা! কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
    বর্তমান | ০২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহান্তে আংশিক ভাবে মেঘমুক্ত শহরের আকাশ। আপাতত দিন কয়েকের জন্য বিদায় নিতে পারে বর্ষা। শনিবার সকাল থেকে নতুন করে শহরে আর বৃষ্টিপাত হয়নি। যদিও সারা দিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।শনিবার সকালে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এদিন আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা।গতকাল, শুক্রবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস ও ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৮১ শতাংশ—ফলে ভ্যাপসা গরমে নাকাল হতে হয়েছে শহরবাসীকে।অন্যদিকে, দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি কমলেও, উত্তরে কিন্তু বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শনিবার সকাল থেকেই জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং-এর মতো জেলার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের বার্তা শুনিয়েছে হাওয়া অফিস।
  • Link to this news (বর্তমান)