• NRC নোটিস নিয়ে আতঙ্কের মাঝে কোচবিহারে গ্রেপ্তার বাংলাদেশি, বাড়ি ভাড়া নিতে গিয়ে পাকড়াও
    প্রতিদিন | ০২ আগস্ট ২০২৫
  • বিক্রম রায়, কোচবিহার: একের পর এক বাসিন্দা পাচ্ছেন NRC নোটিস। তারই মাঝে কোচবিহার থেকে গ্রেপ্তার বাংলাদেশি। বাড়ি ভাড়া নিতে গিয়ে নথিপত্র দেখাতে না পারায় তাকে সন্দেহ হয় বাড়িমালিকের। যোগাযোগ করে তাকে পুলিশের হাতে তুলে দেন ওই ব্যক্তি।

    পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবক শংকর বর্মন। কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের ১৯ বিশা গ্রাম পঞ্চায়েতের বণিক পাড়া এলাকা থেকে তাকে পাকড়াও করে পুলিশ। জানা গিয়েছে, গত বছর জুলাই মাসে বৈধ ভিসা নিয়ে ভারতে আসে শংকর। সে বছর আগস্ট মাসে বাংলাদেশে চলে যায়। ফের ১৫-২০ দিন আগে মেঘালয়ের স্যালিক সীমান্ত দিয়ে ভারতে ঢোকে শংকর বর্মন। সেই সময় তার কাছে ভিসা ছিল না। পেট চালানোর জন্য বিভিন্ন জায়গায় কাজও করে। শুক্রবার ঘোকসাডাঙায় একটি বাড়ি ভাড়া নিতে যায়। সেই সময় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় পুলিশে। তড়িঘড়ি পুলিশ ওই এলাকায় পৌঁছয়। কোনও বৈধ নথিপত্র দেখাতে না পারায় পুলিশ তাকে পাকড়াও করে। কী কারণে ভারতে এসেছিল সে, কোনও অসাধু কাজকর্মের চক্রান্ত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

    প্রসঙ্গত, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে SIR নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। তার উপর কোচবিহারে একের পর এক বাসিন্দা এনআরসি নোটিস পাচ্ছেন। তা নিয়ে আতঙ্কে দিন কাটছে অনেকের। তৃণমূলের দাবি, ইচ্ছাকৃতভাবে ভোটের আগে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। যদিও সে অভিযোগ খারিজ করেছে বিজেপি। এই পরিস্থিতিতে পালটা আবার অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। ভোটের রাজনীতি করতে তৃণমূল অনুপ্রবেশে বাধা নেই। যদিও শাসক শিবির সেই অভিযোগ খারিজ করেছে। সীমান্তের নিরাপত্তার দায়িত্বে বিএসএফ থাকারও পরেও কীভাবে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়াতে পারে বিজেপি, পালটা সে প্রশ্ন তুলেছে তৃণমূল।
  • Link to this news (প্রতিদিন)