২ হাজার লোকের জমায়েত, হাই কোর্টে শর্তসাপেক্ষে রোহিঙ্গা ইস্যুতে দিঘায় মিছিলের অনুমতি পেলেন শুভেন্দু
প্রতিদিন | ০২ আগস্ট ২০২৫
গোবিন্দ রায়: শর্ত সাপেক্ষে দিঘায় মিছিল করার অনুমনি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রোহিঙ্গা ইস্যুতে পূর্ব মেদিনীপুরের দিঘায় মিছিল করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন শুভেন্দু। প্রশাসনের থেকে অনুমতি পাওয়া যাবে কিনা, সেই বিষয়ে প্রশ্ন উঠেছিল। রাজ্যের বিরোধী দলনেতা কলকাতা হাই কোর্টে এই ইস্যুতে দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাই কোর্ট এদিন মিছিলের অনুমতি দিল।
বাংলায় রোহিঙ্গারা থাকছে। শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের বিজেপি নেতারা এই অভিযোগ তুলে সুর চড়িয়েছেন। রাজ রাজনীতিও এই ইস্যুতে উত্তপ্ত হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে দিঘাইয় মিছিলের ডাক দিয়েছিলেন শুভেন্দু। সেই অনুমতির জন্যই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই আবেদনের শুনানি হয়। এদিন বিচারপতি মিছিলের অনুমতি দিলেন। তবে মিছিলের জন্য একাধিক শর্ত দেওয়া হয়েছে আদালতের তরফে।
আদালতের তরফে জানানো হয়েছে, দিঘা বাইপাস বিবেকানন্দের মূর্তির সামনে থেকে দিঘা যুব আবাস পর্যন্ত ওই মিছিল করা যাবে। দুই হাজার লোক নিয়ে ওই মিছিল হবে। তার থেকে অতিরিক্ত লোক যেন মিছিলে না থাকে। শুধু তাই নয়, মিছিলের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে ওই মিছিল। দু’ঘণ্টার মধ্যে রাত সাড়ে নটায় ওই মিছিল শেষ করতে হবে। এই মিছিলের নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। রোহিঙ্গা অনুপ্রবেশ ইস্যুতে কয়েক দিন ধরেই সুর চড়াচ্ছিলেন শুভেন্দু।