• খাট থেকে ঘরের জমা জলে পড়ে অঘটন, উত্তর দমদমে মৃত্যু ৬ মাসের খুদের
    প্রতিদিন | ০২ আগস্ট ২০২৫
  • বিধান নস্কর, বিধাননগর: মর্মান্তিক ঘটনা উত্তর দমদমে। ঘরের জমা জলে ডুবে মৃত্যু শিশুকন্যার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দমদমের দেবীনগরে। ঘটনায় বাকরুদ্ধ পরিবার। শোকের ছায়া এলাকায় গোটা এলাকায়।

    উত্তর দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের দেবীনগরের বাসিন্দা পাপন ঘোড়াই। মাস  ছয়েক আগে তাঁর স্ত্রী কন্যাসন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখেন ঋষিকা। লাগাতার বৃষ্টির জেরে  জল জমেছে গোটা এলাকায়। পাপনবাবুর বাড়িতেও জল ঢুকেছে। জলমগ্ন গোটা বাড়ি। প্রায় হাটুর সমান জল দাঁড়িয়ে গিয়েছে ঘরে।  কিন্তু সেই অবস্থাতেই থাকছিলেন বাড়িতেই থাকছিলেন তাঁরা।

    শনিবার সকালে বাড়িতে ছিলেন না পাপন। কন্যাসন্তানকে খাটে ঘুম পাড়িয়ে কাজ করছিলেন ঋষিকার মা। মাঝে শৌচালয়ে যান তিনি। এই সময়েই ঘটে বিপত্তি। খাটে পাশ ফিরতেই জলে পড়ে যায় ছয়মাসের শিশুকন্যা। ঋষিকার মা ফিরে এসে দেখেন কাণ্ড। তড়িঘড়ি সন্তানকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান তিনি। কিন্তু চিকিৎসকরা শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় কাউন্সিলর প্রশান্ত দাস বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। লাগাতার বৃষ্টির জেরে এলাকায় জল জমেছে। ওদের ঘরেও জল জমেছে। দুর্ভাগ্যবশত শিশুটি খাটের তলায় পড়ে যায়। তারপর  মৃত্যু। আমার পাশে আছি।”

    ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ জমা জলের জন্য প্রাণ গেল একরত্তির। দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা। এদিকে শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় কাউন্সিলর থেকে পাড়া প্রতিবেশী সকলেই।
  • Link to this news (প্রতিদিন)