হেরিটেজ ভবন বা সৌধে বিজ্ঞাপন নয়, নেতাজি ভবন দেখে সিদ্ধান্ত মেয়রের
প্রতিদিন | ০২ আগস্ট ২০২৫
স্টাফ রিপোর্টার: মহানগরীর কোনও হেরিটেজ ভবন বা সৌধ, নির্মাণে বিজ্ঞাপন দেওয়া যাবে না। কোনও ব্যক্তি বা সংস্থা যদি এই নিয়মভঙ্গ করে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে কলকাতা পুরসভা। শুক্রবার জানিয়ে দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এক প্রশ্নের উত্তরে মেয়র বলেছেন, শহরের কোনও রাস্তায় একটি সংস্থাই বিজ্ঞাপন দিতে পারবে। যে সংস্থা বেশি দরপত্র দেবে তাকেই বিজ্ঞাপনের জন্য বেছে নেবে পুরসভা।
ঘটনার সূত্রপাত নেতাজি ভবনকে ঘিরে। এদিন বাড়ি থেকে পুরসভায় আসার পথে এলগিন রোডে নেতাজি ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় মেয়র দেখতে পান ঐতিহ্যশালী নেতাজি ভবনের গায়ে একের পর এক বিজ্ঞাপনের বোর্ড-হোর্ডিং। এই দৃশ্য দেখে স্তম্ভিত মেয়র। পুরভবনে এসেই বিভাগীয় আধিকারিকদের তলব করেন। আসেন পুর কমিশনার ধবল জৈন। হেরিটেজ বিভাগের আধিকারিকদের নির্দেশ দেন অবিলম্বে নেতাজি ভবন থেকে সব বিজ্ঞাপন খুলতে হবে। বিকেলের মধ্যেই নির্দেশ অনুযায়ী কাজ হয়। পরে মেয়র বলেন, “ভাবতেই কেমন লাগছে, নেতাজি ভবনে বিজ্ঞাপন! এমনটা হতে পারে? যেখানে নেতাজি থাকতেন। সেই বাড়িতে বিজ্ঞাপন।”
এরপরেই মেয়র নির্দেশ দেন কলকাতা পুর এলাকায় কোনও হেরিটজ ভবন বা নির্মাণে বিজ্ঞাপন দেওয়া যাবে না। যে ব্যক্তি বা সংস্থা নিয়মলঙ্ঘন করবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।” এবার থেকে হেরিটেজ চিহ্নিত করার ক্ষেত্রে দু’টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মেয়র জানিয়েছেন, প্রথমটি ঐতিহাসিক গুরুত্ব এবং দ্বিতীয়টি স্থাপত্য-শিল্পগত গুরুত্ব। প্রতিটি হেরিটেজ ভবনকে আলো দিয়ে সাজানো হবে। হেরিটেজ ভবনের সামনে কোনও হকার বসতে পারবে না। হেরিটেজ ভবনের সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে।