• বেহাল রাস্তার প্রতিবাদে বিজেপি! পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত সল্টলেক
    প্রতিদিন | ০২ আগস্ট ২০২৫
  • বিধান নস্কর, দমদম: রাস্তা ভর্তি খানাখন্দ। যেকোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা। সেসব গর্ত সাদা থান দিয়ে ও সাদা মালা দিয়ে ঢেকে প্রতিবাদ বিজেপি যুব মোর্চার। এই প্রতিবাদ কর্মসূচির ফলে সল্টলেক হার্ট ক্লিনিকের কাছে রাস্তায় সমস্যায় পড়েন আমজনতা। তাই তাতে বাধা দিতে যায় পুলিশ। বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকরা পুলিশকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে উর্দিধারীরা।

    বিজেপি কর্মীরা বলেন, “পরিষেবা মিলছে না। অথচ কোনও প্রতিবাদ দেখানো যাবে না? রাস্তা, নিকাশির অবস্থা বেহাল। সল্টলেকে জল জমছে। অথচ পুরসভা কিছুই করছে না। প্রতিবাদ দেখানো হয়। সেই সময়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আসে। বিজেপি কর্মীদের সরিয়ে দেয়। পুলিশ অতিসক্রিয় ভূমিকা পালন করেছে।” বিধাননগর পুরকর্তাদের দাবি, বর্ষার আগেই রাস্তা মেরামত শুরু হয়েছে। নিকাশির কাজ চলছে।

    প্রসঙ্গত, নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে রাজ্যজুড়ে টানা বৃষ্টি লেগেই রয়েছে। তার ফলে জলযন্ত্রণা লেগেই রয়েছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত জলবন্দি। এই পরিস্থিতিতে প্রতিবাদে সরব গেরুয়া শিবির। এর আগে সল্টলেকের ইসি এবং এফডি ব্লকে জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। শুক্রবার নদিয়ার চাকদহে জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ করেন বিজেপি বিধায়ক বঙ্কিম হাজরা। যদিও বিজেপি বিধায়কের এই প্রতিবাদকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছে শাসক শিবির।
  • Link to this news (প্রতিদিন)