• মুম্বইয়ে আটক বাঙালি শ্রমিকদের তালিকায় ডায়মন্ড হারবারের যুবক, খবর পেয়েই টিম পাঠাচ্ছেন সাংসদ অভিষেক
    এই সময় | ০২ আগস্ট ২০২৫
  • বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটকে রাখা হয়েছে ডায়মন্ড হারবারের এক যুবককে, উঠেছে এই অভিযোগ। মুম্বইয়ের বান্দ্রায় রাজ্যের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে আটক করে রাখার অভিযোগও সামনে এসেছিল শুক্রবার। এ বার সেই পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করে বাংলায় ফিরিয়ে আনতে মুম্বইয়ে চার সদস্যের টিম পাঠানোর সিদ্ধান্ত নিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    বিজেপি শাসিত রাজ্যগুলিকে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হচ্ছে, গত কয়েকদিন ধরে এই অভিযোগে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুরের জুলপিয়া গ্রামের এক পরিযায়ী শ্রমিকের পরিবারের দাবি ঘিরে শোরগোল পড়ল শনিবার। ওই গ্রামের বাসিন্দা বছর ২৬-এর বাবাই সর্দার বছর দু'য়েক আগে কাজের জন্য মুম্বইয়ে গিয়েছিলেন। গত আট দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবার।

    বাবাইয়ের বাবা দেবু সর্দারের অভিযোগ, মুম্বইয়ে বাংলাদেশি সন্দেহে তাঁর ছেলেকে আটক করেছে সেখানকার পুলিশ। অবিলম্বে ছেলেকে ফেরত পাওয়ার জন্য তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিলীপ মণ্ডলের দ্বারস্থ হয়েছিলেন।

    শুধু বাবাই নন, বাংলার আরও কয়েকজন পরিযায়ী শ্রমিক মুম্বইয়ে বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আটক হয়ে রয়েছেন, এই অভিযোগও সামনে এসেছে। বিষয়টি জানার পরেই তড়িঘড়ি পদক্ষেপ করেন অভিষেক। জেলা পরিষদের সদস্য-সহ চার জনের একটি দল গঠন করেছেন তিনি। শনিবার সন্ধ্যা ৭টার ফ্লাইটে সেই টিম মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবে। মহারাষ্ট্রে আটকে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের সব ধরনের সাহায্য করবে এই টিম এবং তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থাও করবে।

    ২৬ বছরের পরিযায়ী শ্রমিক বাবাই সর্দারের বাবা দেবু সর্দার শনিবার বলেন, ‘ছেলের কাছে আধার কার্ড ছিল। আমি গত শুক্রবার রাত আটটার সময়ে ছেলের সঙ্গে শেষ কথা বলেছিলাম। এর পর থেকে আর ওকে ফোনে পাচ্ছি না।’ তিনি আরও দাবি করেন, ‘মনে হয় ছেলে বাংলায় কথা বলার জন্য ওকেও বাংলাদেশি বলে সন্দেহ করেছিল পুলিশ এবং তার পরে পাকড়াও করে।’ তিনি আরও দাবি করেন, ‘গতকাল রাত সাড়ে আটটায় আমি একটি সংবাদমাধ্যমে ১০৬ জনের গ্রেপ্তারি সংক্রান্ত খবর দেখছিলাম। মনে হলো গ্রেপ্তার হওয়াদের মধ্যে আমি ছেলেকেও দেখতে পেয়েছিলাম। অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের জন্য আর্জি জানাব।’ এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও সাহায্যের আবেদন জানান এই প্রবীণ।

    অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ গ্রহণ করেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যা ৭টার ফ্লাইটে তাঁর গড়ে দেওয়া চার জনের একটি টিম মুম্বইয়ে পাড়ি দিচ্ছে। ওই যুবক-সহ বাকি বাংলার পরিযায়ী শ্রমিক যাঁরা মহারাষ্ট্রে আটকে রয়েছেন, তাঁদের সমস্ত ধরনের সাহায্য করতে এবং ফিরিয়ে আনতে পদক্ষেপ করবে অভিষেকের গড়ে দেওয়া টিম।

  • Link to this news (এই সময়)