• ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এ থাকছে দুয়ারে সরকারের ডেস্ক, আর কী জানালেন মুখ্যমন্ত্রী
    এই সময় | ০২ আগস্ট ২০২৫
  • জেলায় জেলায় শুরু হয়েছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। এলাকার ছোট ছোট সমস্যা সমাধানে এই কর্মসূচি বিশেষ ভূমিকা পালন করবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক্স হ্যান্ডলে মমতা লেখেন, ‘বাংলার মানুষকে তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের জন্য আমাদের যে ধারাবাহিক উদ্যোগ, তাতে আজ একটি নতুন পালক যুক্ত হল। আজ আমরা আমাদের পাড়া আমাদের সমাধান (APAS) নামে আর একটি নতুন প্রকল্প চালু করলাম। এটা একটা অনন্য স্কিম। সারাদেশে এই রকম উদ্যোগ এই প্রথম।’ প্রথম দিনে রাজ্যজুড়ে ৬৩২টি ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ক্যাম্পেই ‘দুয়ারে সরকার’-এর পরিষেবাও পাওয়া যাচ্ছে।

    ৬০ দিন ধরে এই শিবির চলবে। ৩০ দিন ধরে চলবে প্রশাসনিক মূল্যায়ন। তার পরে বাস্তবায়ন। তিনটি বুথ নিয়ে একটি করে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্প করা হচ্ছে জেলায়। কলকাতা পুরএলাকায় দু’টি বুথ নিয়ে একটি শিবির। ২৭ হাজারেরও বেশি ক্যাম্প করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য জুড়ে ৮০ হাজারের বেশি বুথ আছে, প্রত্যেক বুথেই এই কর্মসূচি হবে।

    মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের জন্য আমাদের সরকার বুথ পিছু ১০ লক্ষ করে টাকা করে ৮ হাজার কোটি টাকারও বেশি দেবে।’

    রাস্তার আলো, এলাকার ⁠ছোট রাস্তার উন্নয়ন বা সংস্কার, ⁠পানীয় জলের সমস্যা, এলাকার ছোট পুকুর বা জলাশয়ের সংস্কার, বাজারের পরিকাঠামোগত সংস্কার, প্রাথমিক স্কুলের পরিকাঠামোগত সংস্কার, সৌন্দর্যায়নের মতো বিষয়গুলি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির থেকে শোনা হবে।

  • Link to this news (এই সময়)