• বর্ষায় টইটুম্বুর ডোবা, মুহূর্তের অসতর্কতায় ডুবে মৃত্যু ২ বছরের একরত্তির
    এই সময় | ০৩ আগস্ট ২০২৫
  • বাড়ির পিছনেই ছিল ছোট এক জলাশয়। ভরা বর্ষায় সেই ডোবাও টইটুম্বুর। সেই জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো ২ বছরের এক শিশুর। শনিবার উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার টাকশালীর ঘটনা। এই ঘটনায় শোকের ছায়া ছড়িয়েছে গোটা এলাকায়।

    সূত্রের খবর, মৌসুমী সরকার তাঁর ২ বছরের শিশুকে নিয়ে থাকতেন বাপের বাড়িতে। তাঁর স্বামী অর্জু সরকার কলকাতায় থেকে কাজ করেন। ছেলে ইভন সরকারকে নিয়ে বাপের বাড়িতে বা-মার সঙ্গে থাকতেন মৌসুমী। শনিবার সকালে রান্না ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন মৌসুমী। ছেলেকে দেখে দেখে রাখছিলেন। কিন্তু কোনও একসময়ে ফাঁকা পেয়ে ঘর থেকে বেরিয়ে যায় শিশুটি। বাড়ির পিছনে ডোবার কাছে চলে যায়। ওই ডোবার চার ধারে সামান্য উঁচু বেড়া করা রয়েছে।

    পরিবারের সন্দেহ, তার মধ্যেই কোনওভাবে ফাঁক পেয়ে ডোবায় পড়ে যায় ওই শিশু। এর মধ্যে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। শিশুকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে পরিবার। কোথাও খুঁজে না পেয়ে ডোবার দিকে খোঁজা শুরু হয়। সূত্রের খবর, তখনই ডোবা থেকে শিশুর দেহ উদ্ধার হয়। দ্রুত তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরিবার। সেখানে চিকিৎসকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

    কোলের শিশুর মৃত্যুর খবর পেয়েই ভেঙে পড়েছে গোটা পরিবার। হাসপাতালের সামনেই মাটিতে শুয়ে কার্যত হাহাকার করতে দেখা গিয়েছে মৃত শিশুর মা ও দিদাকে। শোকস্তব্ধ পড়শিরাও।

  • Link to this news (এই সময়)