কলকাতা: বালিগঞ্জের বন্ডেল গেটের কাছে একটি ওষুধের কারখানায় বিধ্বংসী আগুন। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করছেন দমকলকর্মীরা।আজ বিকেল চারটে নাগাদ আগুন লাগে বলে খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে,ওষুধের কারখানার ভিতরে প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত করা ছিল। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে গেট চত্বরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ওষুধের কারখানাটি আবাসিক এলাকায় হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে দমকলকর্মীদের। আশেপাশে আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। আশেপাশের বহুতলের ছাদে থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।