• দমদম বিমানবন্দরে কাচ ভেঙে পালানোর চেষ্টা, গ্রেপ্তার বাংলাদেশি
    প্রতিদিন | ০৩ আগস্ট ২০২৫
  • বিধান নস্কর, বিধাননগর: দমদম বিমানবন্দরে ভাঙচুর। কাচ ভেঙে পালানোর চেষ্টা। গ্রেপ্তার বাংলাদেশি যুবক। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে তুলে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তাঁকে জেরা করছে পুলিশ। কেন পালানোর চেষ্টা করলেন তিনি? কিছু পাচারের চেষ্টায় ছিলেন? উঠছে সেই প্রশ্ন। সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি যুবকের নাম মহম্মদ আশরাফুল। বয়স ২৫ বছর। তিনি সিঙ্গাপুরে কাজ করেন। ইন্ডিগোর বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন আশরাফুল। কলকাতা হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল তাঁর। দমদম বিমানবন্দরের ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে থাকার সময় হঠাৎ লাউঞ্জের কাচ ভেঙে বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করেন আশরাফুল। ঘটনায় আতঙ্ক ছড়ায় বিমানবন্দের।

    সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা যুবককে আটক করেন। জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। সূত্রের খবর, সেই সময় অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন যুবক। তাঁকে বিধাননগর পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দরে। তবে বড় কোনও গোলমাল হয়নি। বা বিমানবন্দরের কাজে খুব প্রভাব পড়েনি। কিন্তু যুবক কেন এই কাণ্ড ঘটালেন তা নিয়ে প্রশ্ন উছঠে। তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)