সংস্কারের কারণে কবি সুভাষ মেট্রো বন্ধ, যাত্রীদের ভোগান্তি কমাতে শাটল বাস চালু করছে রাজ্য পরিবহণ দফতর
আনন্দবাজার | ০২ আগস্ট ২০২৫
কবি সুভাষ মেট্রো স্টেশনে সংস্কারের কাজ শুরু হওয়ায় আগামী ন’মাসের জন্য বন্ধ রাখা হচ্ছে স্টেশনটি। ফলে বিপাকে পড়তে চলেছেন হাজার হাজার নিত্যযাত্রী। যাত্রীদের এই ভোগান্তি এড়াতেই বিশেষ ভাবে উদ্যোগী হচ্ছে রাজ্য পরিবহণ দফতর। সোমবার থেকে চালু হতে চলেছে শাটল বাস পরিষেবা, যা কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত যাত্রীদের পৌঁছে দেবে।
পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, যতদিন না কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কারের কাজ শেষ হচ্ছে এবং ফের পরিষেবা চালু হচ্ছে, তত দিন পর্যন্ত এই বাস পরিষেবা অব্যাহত থাকবে। প্রতিটি বাসে ৩২টি আসন থাকছে। ভাড়া নির্ধারিত হয়েছে ১০ টাকা।
শাটল বাস পরিষেবা থাকবে প্রতি দিন দু’দফায়। সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই পরিষেবা মিলবে। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে যাত্রীরা সরাসরি শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো ধরতে পারবেন। পরিবহণ দফতরের এক কর্তা জানিয়েছেন, “নিত্যযাত্রীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকায় বহু মানুষ সমস্যায় পড়তে পারেন, তাই তাদের জন্যই এই বিকল্প ব্যবস্থা।” প্রসঙ্গত, কবি সুভাষ মেট্রো স্টেশন দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ একটি মেট্রো টার্মিনাস। এখান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস পরিষেবা পাওয়া যায়। মেট্রোর পাশাপাশি রেল ও বাস মিলিয়ে এই স্টেশনটিকে ঘিরে প্রতি দিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। ফলে স্টেশনটি বন্ধ হওয়ার ফলে বড়সড় সমস্যায় পড়ার আশঙ্কা ছিল। যাত্রীদের সমস্যা ইতিমধ্যেই হচ্ছে।
পরিস্থিতি আঁচ করে এ বার শাটল বাস চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যাত্রীদের আশা, এই পরিষেবা যাত্রাপথে কিছুটা হলেও স্বস্তি দেবে। তবে রাজ্য সরকারের তরফে কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে দ্রুত কবি সুভাষ মেট্রো সংস্কারের কাজ শেষ করতে বলা হয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনা জেলার বড় অংশের মানুষ কবি সুভাষ মেট্রো স্টেশনটি মেট্রোরেল ধরতে ব্যবহার করতেন।