• ফের অগ্নিকাণ্ড শহরে! বন্ডেল গেটের কাছে মেডিক্যাল সরঞ্জাম তৈরির কারখানায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
    আনন্দবাজার | ০২ আগস্ট ২০২৫
  • ফের অগ্নিকাণ্ড শহরে। বড়বাজার, খিদিরপুরের পর এ বার আগুন লাগল বন্ডেল গেটের কাছে মেডিক্যাল সরঞ্জাম তৈরির একটি কারখানায়! ঘণ্টা দেড়েক পেরিয়ে গেলেও এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

    শনিবার বিকেল ৪টে নাগাদ আচমকা বন্ডেল গেটের সামনে দে’জ মেডিক্যালের কারখানায় আগুন লেগে যায়। জানা গিয়েছে, ওই কারখানায় প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত ছিল। ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দাউদাউ করে জ্বলে ওঠে গোটা কারখানা। খবর পেয়ে দমকলের ১১টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। তবে এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত আগুনের উৎসস্থলেও পৌঁছতে পারেননি দমকলকর্মীরা। কী কারণে আগুন লাগল, জানা যায়নি তা-ও।

    ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা। স্থানীয়েরা জানাচ্ছেন, ওই কারখানা প্রায় ৭৫ বছরের পুরনো। সম্প্রতি সেখানে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছিল। শনিবার দুপুরেও ঝালাইয়ের কাজ চলছিল। অনুমান, সেই সময়েই কোনও ভাবে আগুন লেগে থাকতে পারে। বিকেল ৪টে নাগাদ আগুন লাগার বিষয়টি প্রকাশ্যে আসে। গলগল করে কালো ধোঁয়া বেরোতে থাকে। কিছু ক্ষণের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ইতিমধ্যে অনেকের শ্বাসকষ্টও শুরু হয়েছে। কারখানা সংলগ্ন বাড়িগুলির বাসিন্দারা আতঙ্কে বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছেন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।
  • Link to this news (আনন্দবাজার)