• ডায়মন্ড হারবারের ৮ গোল, ক্লেটনের ৪! রোখা যাচ্ছে না অভিষেকের দলকে, ডুরান্ডে উড়ে গেল বিএসএফ
    আনন্দবাজার | ০২ আগস্ট ২০২৫
  • অপ্রতিরোধ্য ডায়মন্ড হারবার এফসি। শুক্রবার ডুরান্ড কাপের ম‍্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ৮-১ ব‍্যবধানে উড়িয়ে দিল বিএসএফ ফুটবল ক্লাবকে। ক্লেটন সিলভা একাই হ‍্যাটট্রিক-সহ ৪ গোল করেন।

    কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে শুরু থেকে ঝড় তোলে ডায়মন্ড হারবার। খেলার ২ মিনিটে ক্লেটন দলকে এগিয়ে দেন। এর পর ৭ মিনিটের মাথায় ২-০ করেন স্লোভেনিয়ার ফরোয়ার্ড লুকা মাইসেন। এই মরসুমে ডায়মন্ড হারবারে যোগ দেওয়া ক্লেটন নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ৩৫ মিনিটে। এর চার মিনিট পর ৪-০ করেন লুকা। প্রথমার্ধে আর গোল হয়নি।

    দ্বিতীয়ার্ধে আট মিনিটের মাথায় ডায়মন্ড হারবারের পঞ্চম গোল করেন পল রামফানজাউভা। ৬৭ মিনিটে ৬-০ করেন জবি জাস্টিন। ৭১ মিনিটে হ‍্যাটট্রিক করেন ক্লেটন। সপ্তম গোল করে ফেলে দ্বিতীয় ডিভিশন আই লিগে চ‍্যাম্পিয়ন ডায়মন্ড হারবার। খেলার ৯০ মিনিটে ব‍্যবধান কমান বিএসএফ-এর কিশোরী। ৯৩ মিনিটে চতুর্থ গোল করেন ক্লেটন।

    গোটা ম্যাচে মাঝমাঠে বিএসএফ-কে দাঁড়াতে দেয়নি ডায়মন্ড হারবার। ক্লেটন, মাইসেন, পলের ত্রিফলা আক্রমণে ফালাফালা হয়ে যায় সেনাবাহিনীর ডিফেন্স।

    এই জয়ের ফলে গ্রুপ বি-তে দু’ম‍্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ডায়মন্ড হারবার। তাদের গোলপার্থক‍্য +৭। আগামী ৯ অগস্ট মোহনবাগানের সঙ্গে তাদের ম্যাচ।
  • Link to this news (আনন্দবাজার)