• ২৫টি প্লাস্টিকে উদ্ধার ২ কোটির মাদক, মালদা থেকে বিহারে পাচারের ছক? গ্রেপ্তার ৩
    এই সময় | ০৩ আগস্ট ২০২৫
  • উত্তরবঙ্গ থেকে বিহারে মাদক পাচারের ছক? শনিবার ভোরে ক্রাইম মনিটরিং গ্রুপ ও ইংরেজবাজার থানার যৌথ অভিযানে ২ কোটি টাকার মাদক-সহ গ্রেপ্তার হন তিন ব্যক্তি। ধৃতদের নাম মহম্মদ মিনাজুল শেখ ওরফে পাপ্পু (২৬), জসিমুদ্দিন মোমিন (৩০) ও করিম মোমিন (২৮)। তারা কালিয়াচকের শেরশাহি এলাকার বাসিন্দা। 

    প্রাথমিক ভাবে ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, কালিয়াচকের এক ব্যক্তির থেকে এই মাদক সংগ্রহ করা হয়েছিল। তা নিয়ে যাওয়ার কথা ছিল বিহারে। কে বা কারা এই চক্রের ‘মাস্টারমাইন্ড’? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। 

    একটি নির্দিষ্ট সূত্র মারফত এই মাদক পাচারের খবর পেয়েছিলেন তদন্তকারীরা। এর পরে শনিবার ভোরে স্টেশন রোডের ডিআরএম অফিস সংলগ্ন এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছিল। সেই সময়ে তিন ব্যক্তিকে দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। তাদের আটক করে ২৫টি প্লাস্টিক উদ্ধার করে পুলিশ। সেখান থেকে ২ কেজি ৫৪৮ গ্রাম মাদক উদ্ধার করেন তদন্তকারীরা, যার বাজারমূল্য প্রায় ২ কোটি। এই বিপুল পরিমাণে মাদক উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ। কে বা কারা এই চক্রের নেপথ্যে রয়েছে? এই তিন ব্যক্তি কি বাহক নাকি মিডলম্যান? একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। 

  • Link to this news (এই সময়)