• জলপাইগুড়িতে পোস্ট অফিসে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে রাম মন্দিরের ছবি!
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পোস্ট অফিস থেকে বিক্রি হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের ছবি। পাঁচটি ডাকটিকিট সহ রাম মন্দিরের ছবি দেওয়া ওই স্মারকের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। মিলছে জলপাইগুড়ি শহরের হেড পোস্ট অফিসে। এনিয়ে পুরোদমে প্রচারে নেমে পড়েছেন ডাকবিভাগের কর্মীরা। যদিও ৫০০ টাকা দিয়ে রাম মন্দিরের ছবি কেনার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে সেভাবে সাড়া নেই। জলপাইগুড়ি হেড পোস্ট অফিসে রাম মন্দিরের ছবি দেওয়া ২৫টি স্মারক এলেও এখনও পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র তিনটি। 

    এদিকে, জলপাইগুড়ি হেড পোস্ট অফিস থেকে এবার টি শার্ট ও জলের বোতল বিক্রিও শুরু হয়েছে। বিক্রি হচ্ছে টেবল ক্যালেন্ডার ও গঙ্গাজল। সিনিয়র পোস্ট মাস্টার ডি ভট্টাচার্য বলেন, আমাদের এখানে রাম মন্দিরের ছবি দেওয়া কিছু স্মারক এসেছে। সেগুলি বিক্রি হচ্ছে। এছাড়াও টি শার্ট, জলের বোতল সহ বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে।

    ওই পোস্ট অফিসের কর্মীরা জানিয়েছেন, ডাক টিকিটের ছবি দেওয়া টি শার্টের দাম রাখা হয়েছে ৪১০ টাকা। সেরামিকের জলের বোতল বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়। ডাক টিকিটের ছবি দেওয়া ক্যালেন্ডার বিকোচ্ছে ১০০ টাকায়। গঙ্গাজল পাওয়া যাচ্ছে ৩০ টাকায়। যাঁরা পোস্ট অফিসে বিভিন্ন কাজে আসেন, তাঁরা যাতে বিষয়টি জানতে পারেন, সেকারণে কাউন্টারে রাম মন্দিরের ছবি সহ টি শার্ট, জলের বোতল, ক্যালেন্ডার ডিসপ্লে করা হচ্ছে। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)