• পঞ্চায়েত সমিতির সভাপতির পাড়ার রাস্তা বেহাল, জাতীয় সড়ক অবরোধ বাসিন্দাদের
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি সে এলাকায়। পঞ্চায়েতের উপপ্রধানও যাতায়াত করেন একটি রাস্তা দিয়ে। অথচ মালদহে গাজোলের সরকারপাড়ার সেই ৬০০ মিটারের বেশি রাস্তা একেবারে বেহাল হয়ে রয়েছে। মাঝেমধ্যে বেহাল রাস্তায় যাত্রীবোঝাই টোটো উল্টে যাচ্ছে। বাইকের চাকা পিছলে যায়। পড়ুয়াদের স্কুলে যাতায়াতে চরম ভোগান্তি নিয়ে এলাকার মানুষ অতিষ্ঠ। অতীতে স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার জানালেও তাঁরা রাস্তা সংস্কার করেননি। সেজন্য শনিবার ভুক্তভোগী বাসিন্দারা ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে গাজোল থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাস্তা পাকা করার দাবি নিয়ে আগামী সপ্তাহে গ্রামবাসীরা স্থানীয় বিডিওর কাছে যাবেন বলে পরিকল্পনা নিয়েছেন।

    এদিন ভুক্তভোগী বাসিন্দা ভানু কবিরাজ বলেন, আমাদের সরকার পাড়া গাজোলের সব থেকে পুরনো এলাকা। ওই রাস্তা দিয়ে দিনভর কয়েক হাজার মানুষ চলাচল করেন। টোটো, বাইক, ভ্যান, ছোট যানবাহন চলে। অথচ কয়েক বছর ধরে প্রায় ৬০০ মিটার রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে। আমাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। ওই এলাকায় পঞ্চায়েত সমিতির সভাপতি বাড়ি। গাজোল-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওই এলাকা দিয়ে যাতায়াত করেন। বহুবার জন প্রতিনিধিদের জানানো হলেও তাঁরা উদ্যোগ নেননি। সেজন্য প্রায় ৩০ মিনিট অবরোধ করা হয়।

    গাজোল-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ সর্দার বলেন, অবরোধ হয়নি। এমন কোনও খবর আমাদের কাছে নেই। তবে, রাস্তা বেহাল রয়েছে। কেউ দেখছে না। আমরা গ্রাম পঞ্চায়েতের নিজস্ব ফান্ড থেকে রাস্তা সংস্কার করতে উদ্যোগী হয়েছি। এদিন সকাল থেকে ওই এলাকায় ছিলাম। রাস্তা সংস্কারের সামগ্রী ফেলা হচ্ছে। 

    অন্যদিকে, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের মোজ্জামেল হোসেন বলেন, আমার ওই এলাকায় বাড়ি। সরকার পাড়া আমাদের রাস্তা।

    অবরোধ তেমন হয়নি। রাস্তা আপাতত মেরামত করে দেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    গাজোল থানার পুলিস জানিয়েছে, ১০ মিনিট অবরোধ হয়। আমরা যেতেই বাসিন্দারা অবরোধ তুলে নেন।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)