বিজেপি কালিদাস নয়, তালিকা থেকে কোনও হিন্দুর নাম কাটা যাবে না: সুকান্ত
বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, ময়নাগুড়ি ও রাজগঞ্জ: বিজেপি কালিদাস নয়। একজন হিন্দুর ভোট কাটা যাওয়া মানে আখেরে বিজেপিরই ক্ষতি। সুতরাং কোনও হিন্দুর নাম কাটা যাবে না। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যে সমস্ত হিন্দু বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, তাঁদের সবার নাম থাকবে। সিএএ’র মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। শনিবার ময়নাগুড়িতে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই বললেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার।
তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে অনেকে ভয় পাচ্ছেন। আমি বলছি, সেসব দেখে ভয় পাবেন না। সেগুলি তৃণমূলের তৈরি করা ভিডিও। বাংলাদেশ থেকে যেসব মুসলিম এসেছেন, তাঁদের ওদেশে ফেরত যেতে হবে। হিন্দুদের চিন্তার কিছু নেই। এপ্রসঙ্গে সুকান্তর মন্তব্য, যাঁরা কপালে টিপ, গলায় কাঠের মালা পরেন, তাঁরাই বিজেপিকে ভোট দেন। বিজেপি তো কালিদাস নয় যে, যাঁরা আমাদের ভোট দেন, তাঁদের নাম ভোটার তালিকা থেকে দেওয়া হবে।
এদিকে, সুকান্তর এদিনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা তোপ দেগেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, ধর্ম দেখে নয়। বাংলায় একজনেরও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হলে কোচবিহার থেকে কাকদ্বীপের মানুষ পথে নেমে বুঝিয়ে দেবে কত ধানে কত চাল!
কৃষিবিজ্ঞান কেন্দ্রের অনুষ্ঠানে যোগ দিতে এদিন ময়নাগুড়িতে আসেন সুকান্ত। সেখানে যাওয়ার পথে রাজগঞ্জের ফাটাপুকুর এলাকায় গাড়ি থামিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি বাংলায় সরকার গড়লে মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। রাস্তা সংস্কার ইস্যুতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজগঞ্জের বিডিও’র বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন কটাক্ষ করতে ছাড়েননি সুকান্ত। বলেন, বিডিও মানে এখন ‘বেচারা দিদির অফিসার’।
এনআরসি নিয়ে ভয় দেখানোর রাজনীতি চলছে বলে এদিন মন্তব্য করেন সুকান্ত। বলেন, ছ’মাস আগে পাঠানো নোটিস সামনে এনে রাজনীতি করা হচ্ছে।
শনিবার থেকে শুরু হওয়া রাজ্য সরকারের আরও একটি জনমুখী কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলেন, এতে কিছু কাজ হবে না। সবটাই লুটেপুটে খাবে তৃণমূলের লোকজন। তাছাড়া রাজ্য সরকার এই প্রকল্পের আট হাজার কোটি টাকা জোগাড় করতে পারবে না বলে দাবি করেন তিনি।