• বর্জ্য ভর্তি ব্যাগের পাহাড় সুপার স্পেশালিটি ব্লক চত্বরে
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: চিকিৎসা বর্জ্যের স্তূপ জমছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের পিছনে।  নানা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেটে পড়ে রয়েছে চিকিৎসা বর্জ্য। নিয়মিত সেসব সাফাই করার জন্য সম্প্রতি কিউআর কোড চালু হয়েছে। প্রতিটি ওয়ার্ড থেকে চিকিৎসা বর্জ্য সংগ্রহ থেকে শুরু করে নির্দিষ্ট জায়গায় জমা করা এবং সেখান থেকে এজেন্সির নিয়ে যাওয়া, গোটা প্রক্রিয়া কিউআর কোডের মাধ্যমে হচ্ছে। ফলে চিকিৎসা বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় ফেলার পর বরাত পাওয়া এজেন্সি তা ঠিকমতো নিয়ে যাচ্ছে কি না, তা অনলাইনে স্বাস্থ্যভবন থেকে নজরদারি করা হচ্ছে। 

    তারপরেও উত্তরবঙ্গ মেডিক্যালের চিকিৎসা বর্জ্য ঠিকমতো সাফাই হচ্ছে না। ওয়ার্ড থেকে সংগ্রহ করে এনে সুপার স্পেশালিটি ব্লকের পিছনে নির্দিষ্ট জায়গায় জমা করা হচ্ছে। কিন্তু সেখান থেকে যে এজেন্সির নিয়ে যাওয়ার কথা তারা তা ঠিকমতো কাজ করছে না বলে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ। অ্যাডিশনাল সুপার ডাঃ নন্দন বন্দ্যোপাধ্যায় বলেন, যে এজেন্সি আমাদের এখানকার চিকিৎসা বর্জ্য নিয়ে যাওয়ার বরাত স্বাস্থ্যভবন থেকে পেয়েছে, তারা ঠিকমতো কাজ করছে না। দিনে টি প্যাকেট নেওয়ার কথা থাকলেও এরা ১০০’র বেশি প্যাকেট নিচ্ছে না। তাদের বক্তব্য, তাদের গাড়িতে ১০০টি প্যাকেট নেওয়ার মতো জায়গা রয়েছে। বিষয়টি আমরা স্বাস্থ্যভবনে জানাচ্ছি। এক মাস ধরে এই সমস্যা চলছে। এতে ওয়ার্ড থেকে চিকিৎসা বর্জ্য ঠিকমতো সংগ্রহ করে আনা হলেও সুপার স্পেশালিটি ব্লকের পিছনে তা জমে যাচ্ছে। এ থেকে নানা ঝুঁকির সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এজেন্সির স্থানীয় কেউ এনিয়ে মন্তব্য করতে চাননি।
  • Link to this news (বর্তমান)