• শিলিগুড়িতে নামী ব্র্যান্ডের নকল শ্যাম্পু তৈরির কারখানা, ধৃত উত্তরপ্রদেশের ৯
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে ভেজাল শ্যাম্পু তৈরির কারখানার পর্দাফাঁস করল পুলিস। শনিবার শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডাঙিপাড়ার কুরেশি মহল্লার একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় পুলিস। সেখানে বিভিন্ন নামী-দামি ব্র্যান্ডের নকল শ্যাম্পু তৈরি করে প্যাকেটিং চলছিল। হাতেনাতে ওই চক্রের ন’জনকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতরা হল ওসমান আলি, চাঁদ বাবু, সাহিল খান, রোহিত, সাহাজান, সামির, বিকি খান, সাহিল এবং টিটু। তারা উত্তর প্রদেশের আগ্রার বাসিন্দা। 

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, উত্তর প্রদেশ থেকে পাটনা হয়ে তারা প্রথমে শিলিগুড়িতে আসে। তাদের এই শহরে নিয়ে এসেছিল জাহাঙ্গির। সে নকল শ্যাম্পু তৈরির কারখানা তৈরি করে। নিজের ভাইপো সাহিলের হাতে এই কাজের দায়িত্ব দিয়ে সে চলে যায়। এরপরেই বাড়িভাড়া নিয়ে দীর্ঘদিন নামী-দামি ব্র্যান্ডের শ্যাম্পুর ভেজাল উৎপাদন ও বাজারে বিক্রি করছিল তারা। অভিযানের সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে নকল শ্যাম্পু, প্যাকেজিং মেশিন, নামী ব্র্যান্ডের লেবেল ও বোতল বাজেয়াপ্ত করেছে পুলিস। এই ভেজাল পণ্য শুধুমাত্র শিলিগুড়ি নয়, আশেপাশের জেলাগুলিতেও ছড়িয়ে পড়েছিল। নামী কোম্পানির বোতলগুলি দিল্লি থেকে ট্রেনের মাধ্যমে শিলিগুড়িতে নিয়ে আসা হতো। তারপর নকল শ্যাম্পু তৈরি করে তা ওই বোতলের মধ্যে ভর্তি করে বিক্রি করা হচ্ছিল।

    তদন্তে পুলিস জানতে পেরেছে, সাধারণত বাজারে মেলা ২৫০-২৭০ টাকার শ্যাম্পুর বোতল ১০০ টাকায় বিক্রি করা হতো। এই কাজের জন্য বিভিন্ন গ্রামীণ এলাকার মানুষদের টার্গেট করত এই চক্রের পান্ডারা। ভেজাল শ্যাম্পু অত্যন্ত কম দামে পাওয়ার জন্য ক্রেতারা তা কিনে নিতেন। বাড়ির মালিক মিরাজ আলমকে ধৃতরা জানিয়েছিল, তারা বিভিন্ন এলাকায় নানা ধরনের পণ্য বিক্রি করে। সেকারণে দু’টি ঘর ভাড়া নিয়ে ন’জন সেখানে থাকত। চার হাজার টাকার বিনিময়ে বাড়ি ভাড়া দিয়েছিলেন মিরাজ। কিন্তু ধৃতদের থেকে নানা নথি নিলেও থানায় গিয়ে তিনি জানাননি। পুলিসের দাবি, এধরনের ঘটনার জন্য অপরাধ আরও বেশি বাড়ছে। কে বা কারা বাইরে থেকে আসছে, সেই বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিসকে অবশ্যই জানাতে অনুরোধ করেছেন পুলিসের শীর্ষ আধিকারিকরা।  

    এবিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা ন’জনকে ভেজাল শ্যাম্পু তৈরির অভিযোগে গ্রেপ্তার করেছি। তাদের হেফাজতে নিয়ে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তদন্ত করে দেখা হবে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)