• আজ থেকে ফের ছ’টি ওটি-তে শুরু অপারেশন
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল বালুরঘাট জেলা হাসপাতালের ছ’টি অপারেশন থিয়েটার। বিকল্প একটি অপারেশন থিয়েটারেই চলছিল কাজ। অবশেষে ১৫ দিন পর জীবাণুমুক্ত করে খুলে দেওয়ার পর রবিবার থেকে ওই অপারেশন থিয়েটার চালু করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর। 

    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট জেলা হাসপাতালে সাতটি অপারেশন থিয়েটার রয়েছে। সংক্রমণের কারণে ছ’টি বন্ধ ছিল। একটিতে জরুরি অপারেশন করা হচ্ছিল। এবার জীবাণুমুক্ত করার পর ওই ছ’টি অপারেশন থিয়েটার খুলে দেওয়া হল। 

    হাসপাতাল সুপার কৃষ্ণেন্দুবিকাশ বাগ বলেন, বন্ধ থাকা অপারেশন থিয়েটারগুলি জীবাণুমুক্ত করে খুলে দেওয়া হয়েছে। রবিবার থেকে  সেগুলি ব্যবহার করা হবে। সংক্রমণ রুখতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি নিয়ম মেনে অস্ত্রোপচার করতে বলা হয়েছে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের। 

    গত ১৮ জুলাই বালুরঘাট জেলা হাসপাতালে হঠাৎ আট প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে ইঞ্জেকশন থেকে ওই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করা হয়। পরবর্তীতে কী থেকে এই সংক্রমণ ছড়িয়েছে, তা নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি কেউ। এরমধ্যে সংক্রমণ রুখতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের প্রতিনিধিরা হাসপাতালে সংক্রমণ রুখতে নানা বিধিনিষেধ আরোপের নির্দেশ দিয়েছেন। আপাতত অস্ত্রোপচারের ঘরে যাওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এমনকী অস্ত্রোপচারের পর গাইডলাইন মেনে সংক্রমণ রুখতে চিকিৎসক ও নার্সদের নানা নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময় অন্তর জীবাণুমুক্ত করা হবে।
  • Link to this news (বর্তমান)