নয়া প্রকল্পের শিবিরে শহরবাসীর কথা শুনলেন পুরসভার চেয়ারম্যান প্রশান্ত
বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
সোমেন পাল, গঙ্গারামপুর: রাজ্যের নতুন প্রকল্প বাস্তবায়িত করতে গঙ্গারামপুর শহরের সাধারণ মানুষের অভিযোগ শুনলেন চেয়ারম্যান প্রশান্ত মিত্র। শনিবার গঙ্গারামপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ এর জন্য হাওয়া কালীতলা প্রাথমিক বিদ্যালয়ে শিবির বসে। প্রথম দিন শিবিরে পুরসভার টিমের সঙ্গে উপস্থিত হন পুরসভার চেয়ারম্যান। ২ নম্বর ওয়ার্ডের তিনটি বুথ নিয়ে এই শিবিরে সাধারণ মানুষের অভিযোগ নেওয়া হয়। চেয়ারম্যানের কাছে শহরের মানুষ পানীয় জল, নিকাশিনালার সমস্যার কথা তুলে ধরেন। কোথাও পথবাতির আবদার করেন শহরবাসী।
স্কুলগুলিতে পরিস্রুত পানীয় জলের ফিল্টারের আবেদনও জমা পড়েছে। ৬০ দিনের নির্দেশ থাকলেও শহরের অধিকাংশ কাজ পুজোর আগেই শেষ করার টার্গেট নিয়েছেন চেয়ারম্যান। শহরের ১৮টি ওয়ার্ডে চার মাস ধরে বিভিন্ন ওয়ার্ডে বুথ ভিত্তিক শিবির হবে। ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রীতা হালদার বলেন, আমাদের ওয়ার্ডে পথবাতি ও নিকাশিনালার সমস্যার কথা চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
পুরসভার চেয়ারম্যান প্রশান্ত বলেন, আমাদের প্রথম শিবির ২ নম্বর ওয়ার্ডে হয়েছে। মানুষ ছোট ছোট বিষয় নিয়ে আবেদন জানিয়েছেন। রাস্তা খারাপ, পানীয় জলের সমস্যা, কোথাও পথবাতির দাবি করেছেন তাঁরা। আমরা সেগুলি রাজ্যে পাঠাব। সেই অনুযায়ী ১৫ দিনের মধ্যে কাজ শুরু হবে। শেষ হবে একমাসের মধ্যে।
প্রশান্তর সংযোজন, কাজ হওয়ার পর সন্তুষ্ট কি না, শহরবাসীর কাছে খোঁজ নেব। তাঁদের মতামতও নেওয়া হবে। নিজস্ব চিত্র