জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের রাজ্য দলে আলিপুরদুয়ারের তিন কন্যা
বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ৬-১৩ আগস্ট জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের আসর বসছে উত্তর প্রদেশের নয়ডায়। সেই আসরে রাজ্য দলের হয়ে খেলবে ভারত-ভুটান সীমান্তের দলসিংপাড়ার তিন কন্যা অর্পিতা শর্মা, অপর্ণা শর্মা ও সোমিয়া কুমল। এর মধ্যে অর্পিতা ও অপর্ণা যমজ বোন। বক্সিংয়ের জাতীয় আসরে খেলতে যাওয়ার আগে জেলার গর্ব বক্সিংয়ের তিন কন্যাকে সংবর্ধনা দিল আলিপুরদুয়ার জেলা ক্রীড়া সংস্থা। শনিবার আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সচিব সঞ্চয় ঘোষ উত্তরীয় পরিয়ে বক্সিংয়ের তিন কন্যাকে সংবর্ধিত করেন।
এর আগে বক্সিংয়ের রাজ্য স্তরের খেলা হয়েছিল দার্জিলিংয়ে ২৪-২৭ জুলাই। সেই আসরে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট বক্সিং অ্যাসোসিয়েশনের হয়ে খেলেছিল দলসিংপাড়ার ভূলনটারির অপর্ণা, অর্পিতা ও সোমিয়া। রাজ্য স্তরের খেলায় ভালো খেলার সুবাদে তিন জনই রাজ্য দলে খেলার ছাড়পত্র পেয়েছে। এবার রাজ্যের হয়ে তিন জনই নয়ডায় জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের আসরে খেলতে যাচ্ছে।
তিন জনেরই গড় বয়স ১২-১৪ বছর। কেউ অষ্টম ও কেউ নবম শ্রেণির ছাত্রী। তারা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের সাব জুনিয়র বিভাগে খেলার ছাড়পত্র পেয়েছে। এরমধ্যে সোমিয়া বক্সিংয়ের ৬৪-৬৭ কেজি, অর্পিতা ৫২-৫৫ কেজি ও অপর্ণা ৪৯-৫২ কেজির ইভেন্টে খেলবে। তিন জনই জয়গাঁ বক্সিং অ্যাকাডেমির কোচ রোশন লামার কোচিংয়ে নিবিড় অনুশীলন ডুবে থাকে।
অপর্ণা ও অর্পিতার বাবা অভিনয় শর্মা একজন সামান্য হোটেল কর্মী। মা গৃহবধূ। অন্যদিকে, সোমিয়ার বাবা ধনবাহাদুর কুমল একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সোমিয়ার মা গৃহবধূ। তাদের সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। কিন্তু তাদের পরিবার স্বপ্ন দেখছে তাদের মেয়েরা একদিন দেশের হয়ে আন্তর্জাতিক বক্সিংয়ের আসরে খেলবে। দেশের হয়ে পদক আনবে।
আলিপুরদুয়ার জেলা ক্রীড়া সংস্থার সচিব সঞ্চয় ঘোষ বলেন, রাজ্য দলে সুযোগ পেয়ে দলসিংপাড়ার তিন কন্যা বক্সিংয়ে জেলার মুখ উজ্জ্বল করেছে। তাদের আরও সাফল্য কামনা করছি। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট বক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রকি মল্লিক বলেন, জাতীয় স্তরের বক্সিং চ্যাম্পিয়নশিপের আসরে আমাদের তিন ছাত্রী রাজ্য দলে খেলার সুযোগ পাওয়ায় আমরা গর্বিত। আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল।