নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অফিসের সামনে মহারাজা জগদ্দীপেন্দ্রনারায়ণ ভূপবাহাদুরের মূর্তি বসানোর কাজ শুরু হল। শনিবার সকাল থেকেই সেখানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় কয়েকজন সেখানে কোদাল দিয়ে কাজের জায়গায় মাটি ফেলে দেয়। বিষয়টি নজরে আসতেই শহর তথা জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ রাতেই সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। শনিবার সেখানে পিলার তৈরির জন্য লোহার কাজ হয়েছে।
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরেও ওই জায়গায় কাজ চলাকালীন কে বা কারা মাটি দিয়ে বুজিয়ে দিচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার পর পুরসভা আর অপেক্ষা করতে রাজি নয়। রবীন্দ্রনাথ বলেন, কাজ শুরু হয়েছে। দ্রুত শেষ করা হবে। এদিন পিলার ঢালাই করা হয়েছে। এরপর ইটের কিছু কাজ হবে। যে বা যারা এই কাজ করেছে, অত্যন্ত নিন্দনীয়।
জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, যে যাই বলুন, মহারাজার মূর্তি আমতলায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অফিসের সামনেই বসবে।