• ৫ আগস্ট পদ্ম বিধায়কদের কর্মসূচির দিনই এনআরসি বিরোধী আন্দোলন তৃণমূলের
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আগামী ৫ আগস্ট, মঙ্গলবার কোচবিহারে বিজেপির বিধায়কদের আসার দিনই এনআরসি বিরোধী আন্দোলনে শামিল হচ্ছে জেলা তৃণমূল কংগ্রেস। জেলার ১৯টি জায়গায় সেদিন এনআরসি বিরোধী অবস্থান আন্দোলন করবে দল। শনিবার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ওই কর্মসূচির কথা ঘোষণা করেন সভাপতি অভিজিৎ দে ভৌমিক। 

    দিন কয়েক আগে ঘোকসাডাঙায় বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুরের ঘটনার পর ৬৫ জন বিধায়ক নিয়ে এসে সভা করার কথা ঘোষণা করা হয়েছিল। তারপর থেকেই তৃণমূল অপেক্ষায় ছিল, বিজেপি কবে ওই কর্মসূচি ঘোষণা করে। এর আগেও তৃণমূল বলেছে, বিজেপি যেদিন কর্মসূচি নেবে, সেদিনই তারা পাল্টা কর্মসূচি গ্রহণ করবে।

    অভিজিৎ বলেন, বিভিন্ন জায়গায় বাঙালিদের হেনস্তা করা হচ্ছে। অসম সরকার ষড়যন্ত্র করে মানুষের মনে ভয় তৈরি করছে। অবৈধভাবে এনআরসি নোটিস পাওয়া পরিবারগুলির পাশে আছি। আমরা ৫ আগস্ট ১৯টি জায়গায় অবস্থান-বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করব। আমরা চাই, ৬৫ জন বিজেপি বিধায়ক যেন আসেন। শুনেছি ওই দিনের অনুষ্ঠানে আদালত অনুমতি দিয়েছে। আমরাও প্রশাসনের কাছে আবেদন জানাব। নাহলে আদালতের দ্বারস্থ হব। 

    স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ওইদিন বিজেপি বিধায়কদের জেলায় আসা ও তৃণমূলের কর্মসূচিকে ঘিরে কোনও অশান্তি হবে না তো? অভিজিৎ বলেন, অশান্তির প্রশ্নই নেই। 

    বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, বিধানসভার বিরোধী দলনেতা ৫ আগস্ট কোচবিহারে এসে পুলিস সুপারের সঙ্গে দেখা করবেন। দুঃখের বিষয়, আদালতের নির্দেশ নিয়ে আসতে হচ্ছে। তৃণমূল কোনও অশান্তি করলে তার দায় পুলিসের। এরপরেও কিছু হলে বিজেপিও রাস্তায় থাকবে।

    কোচবিহারের বাবুরহাট, ঘুঘুমারি, মাথাভাঙা, সিতাই, চ্যাংরাবান্ধা, তুফানগঞ্জ, ভেটাগুড়ি সহ বহু জায়গায় সভা চলবে। দুপুর দু’টো পর্যন্ত এই সভাগুলি হবে। ফলে কোচবিহারে ঢোকার সমস্ত এন্ট্রি পয়েন্টগুলিতে তৃণমূলের কয়েক হাজার কর্মী-সমর্থক জমায়েত থাকবেন বলে তৃণমূলের দাবি।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)