মহিষাদলে আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচিতে ৬৩ প্রস্তাব নথিভুক্ত
বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
সংবাদদাতা, হলদিয়া: শনিবার মহিষাদলে ‹আমাদের পাড়া, আমাদের সমাধান› কর্মসূচির উদ্বোধনের দিনই গ্রামোন্নয়নে একগুচ্ছ প্রস্তাব দিলেন গ্রামবাসীরা। এদিন মহিষাদল ব্লকের সতীশ সামন্ত গ্রাম পঞ্চায়েতে বাসুলিয়া এলাকায় ২১, ২৪ ও ২৫ নম্বর বুথ নিয়ে ওই কর্মসূচির ক্যাম্প হয়েছে। গ্রামবাসীরা কেউ বললেন, গণমৈত্রী আইসিডিএস চত্বরে খোলা ময়দানের একপাশে ছোটদের পার্ক তৈরি হোক। কারও প্রস্তাব পাড়ার মধ্যে সোলার স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হোক। একটি বুথে আইসিডিএস কেন্দ্রে রং করে ছোটদের জন্য হাঁদাভোঁদা, সুকুমার রায়ের ছড়ার ছবি আঁকার প্রস্তাবও দিলেন কয়েকজন। পুকুরপাড় বাঁধানো, নিকাশি, আইসিডিএস কেন্দ্রের প্রাচীর, রাস্তা মেরামতের মতো একাধিক প্রস্তাবও রয়েছে। এদিন সব মিলিয়ে ওই তিনটি বুথ থেকে ৬৩টি স্কিম নথিভুক্ত হয়েছে।
মহিষাদলের কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে এদিন ওই কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক তিলক চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিডিও বরুণাশিস সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, সতীশ সামন্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী সিট ঘোড়ই, উপপ্রধান প্রদীপ মাজি সহ ১১টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের এগজিকিউটিভ অফিসার, ইঞ্জিনিয়ার প্রমুখ।
বিধায়ক বলেন, স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই কর্মসূচি শুরু হয়েছে। সেজন্য স্বাধীনতা সংগ্রামী ও তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের জন্মভূমি গোপালপুর গ্রাম পঞ্চায়েত বেছে নেওয়া হয়েছে। ওই গ্রাম পঞ্চায়েত তাঁর নামে নামাঙ্কিত। সেখানে তিনটি লাগোয়া বুথ চিহ্নিত করা হয়েছে। প্রতি বুথে ১০ লক্ষ টাকা খরচ করা হবে। লাগোয়া বুথ হলে একসঙ্গে উন্নয়ন পরিকল্পনা করতে সুবিধে হবে। এই কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণে জোর দেওয়া হয়েছে।
বিডিও বলেন, নতুন ধরনের বেশকিছু স্কিমের কথা বলেছেন গ্রামবাসীরা। এদিন সমস্ত গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তাকে ডাকা হয়েছিল বিষয়টি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। এই কর্মসূচিতে একসঙ্গে তিনটি বুথ নিয়ে ক্যাম্প হবে। মহিষাদলে ১৮৭টি বুথ রয়েছে। ক্যাম্পের আগে ওই এলাকায় পঞ্চায়েতের তরফে প্রচার করা হবে। ক্যাম্পে এসে প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর তিনটি আলাদা জায়গায় তিনটি বুথের মত বিনিময় সভা হবে। সেখানে নোডাল অফিসারদের মাধ্যমে গ্রামবাসীদের স্কিমগুলি পোর্টালে নথিভুক্ত হবে।
উপপ্রধান প্রদীপবাবু বলেন, এদিনের কর্মসূচিতে মহিলারা স্কিমের কথা বলেছেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। এই কর্মসূচির মাধ্যমে গ্রামে মাইক্রো লেভেলে উন্নয়ন হবে বলে আশা করছি। • নিজস্ব চিত্র