তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির
বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, তমলুক: শনিবার তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে তাম্রলিপ্ত পুরসভার ১নম্বর ওয়ার্ডের স্থানীয় সমস্যা মোকাবিলায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির হল। কর্মসূচির প্রথম দিনে ১নম্বর ওয়ার্ডের ২২৮, ২৩৬ ও ২৩৭বুথের বাসিন্দারা অংশ নেন। স্থানীয় রাস্তা, নিকাশি ও স্ট্রিট লাইট সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা হয়। ওই কর্মসূচিতে মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার, পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রথম দিনে ওই প্রোগ্রামে সাধারণ মানুষজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছে।
দুয়ারে সরকার কর্মসূচির মতো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের স্টল ছিল। স্বাস্থ্য থেকে স্বনির্ভর গোষ্ঠী, পেনশন স্কিম থেকে লক্ষ্মীর ভাণ্ডার যাবতীয় সরকারি পরিষেবা জন্য আবেদন জমা দেওয়ার সুযোগও থাকছে। রাজ্য সরকার প্রতিটি বুথের জন্য ১০লক্ষ টাকা বরাদ্দ করছে। সেই টাকায় স্থানীয় সমস্যা মোকাবিলা হবে। শহরে নিকাশি একটি জ্বলন্ত সমস্যা। পানীয় জল প্রকল্পের কাজ চলছে। বেশকিছু জায়গায় স্ট্রিট লাইটের সমস্যা আছে। এলাকার মানুষজন নিজেদের সমস্যা তুলে ধরছেন। সেই সমস্যা নথিভুক্ত করে সমাধানের জন্য অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
জেলাশাসক পূর্ণেন্দু মাজী বলেন, প্রথম দিন ২৯টি ক্যাম্প হয়েছে। তাতে মোট ১০হাজার ২২২জনের উপস্থিতি ছিল। এরমধ্যে সাড়ে আট হাজার মানুষ বিভিন্ন স্টলে সরকারি পরিষেবা পাওয়ার আবেদন জমা করেছেন। সেইসঙ্গে পাড়ার সমস্যা নিয়েও আলোচনা হয়। প্রতিটি ক্যাম্পে ১০-১৫টি করে কাজের প্রস্তাব জমা পড়েছে।
তমলুক পুরসভার চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষ নিজেদের সমস্যা সভায় তুলে ধরেছেন। সরকারি অফিসাররা সেই সমস্যা এন্ট্রি করেছেন। রাজ্য সরকার যেভাবে সাধারণ মানুষের থেকে সরাসরি সমস্যা নথিভুক্ত করে সমাধানের উদ্যোগ নিয়েছে এটা নজিরবিহীন। দেশের কোথাও এধরনের প্রোগ্রাম নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাবনা অভিনব। সাধারণ মানুষও ভীষণ খুশি। • নিজস্ব চিত্র