নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ‘মাস্টার কি’ ব্যবহার করে মোটরবাইক চুরি করত হুগলির পোলবা, চুঁচুড়ার বাইকচোরেরা। টিটাগড়, বারাকপুর, কল্যাণী প্রভৃতি এলাকা থেকে তাঁরা বাইক চুরি করে নিয়ে যেত হুগলিতে। সেখানে মোটরবাইকের নম্বর বদলে ফেলত। বুধবার একটি মোটরবাইক চুরির অভিযোগ দায়ের হয়েছিল টিটাগড় থানায়। তদন্তে নেমে হুগলি জেলার একটি বাইক চুরি চক্রের হদিশ পেল টিটাগড় থানার পুলিস। ওই চক্রের ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বাড়ি হুগলির পোলবা, চুঁচুড়ায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১২টি চোরাই বাইক।
শনিবার দুপুরে টিটাগড় থানায় বারাকপুর পুলিস কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা সাংবাদিকদের বলেন, বাইক চুরির অভিযোগের তদন্তে নেমে প্রথমে দামোদর বাগ, অমিত হালদার, ঝন্টু দাস ও সজল সমাজপতি– এই চারজনকে হুগলির পোলবা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
এঁদের জিজ্ঞাসাবাদ করে সমীর ঘোষ, তারপর শেখ হাসানকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বাড়ি চুঁচুড়া ও শ্রীরামপুরে। এরপর শুক্রবার সজল ও সমীরকে সঙ্গে নিয়ে হুগলির একাধিক এলাকা থেকে মোট ১২টি বাইক উদ্ধার হয়। উদ্ধার হওয়া বাইকগুলির মধ্যে ৯টিতে নম্বর প্লেট ছিল না। তদন্ত এখনও চলছে। চক্রের বাকি সদস্যদের খোঁজ শুরু করেছেন তদন্তকারী অফিসাররা।