• তালিকায় বহু অস্তিত্বহীন ভোটার! শাস্তির মুখে রাজ্যের আরও ২ ইআরও
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তালিকায় যুক্ত হয়েছে বহু অস্তিত্বহীন ভোটারের নাম। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের অন্তর্তদন্তে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। যারে জেরে এবার শাস্তির মুখে পড়তে চলেছেন রা‌জ্যের আরও দুই ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। 

    ভুয়ো ভোটার সম্পর্কে তদন্ত করতে গিয়ে জানা যায়, বিএলও’দের যাচাই ছাড়াই সম্পূর্ণ অবৈধ নথি ব্যবহার করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বহু অস্তিত্বহীন ভোটারের নাম। সূত্রের খবর, বিষয়টি সামনে আসতেই শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ও উত্তর ২৪ পরগনার রাজারহাট-গোপালপুরের ইআরও’র সঙ্গে সরাসরি কথা বলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তাঁরা স্বীকার করে নিয়েছেন, অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে সরাসরি এই অস্তিত্বহীন ভোটারদের নাম তালিকায় নথিভুক্ত করা হয়েছে। ভুয়ো আধার ও প্যান কার্ড ব্যবহার করে নাম তোলা হয়েছিল। জানা গিয়েছে, নন্দকুমারের ক্ষেত্রে ৫৯ জন এবং রাজারহাট গোপালপুরের ক্ষেত্রে ৪৩ জন ভোটারের নাম এভাবেই তালিকায় সংযুক্তিকরণ করা হয়েছে। 

    নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে খবর, একাজে যুক্ত ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। পাশাপাশি ডেটা এন্ট্রি অপারেটরদের প্রদানকারী এজেন্সিগুলোকে ব্লক করে দেওয়া হবে। একইসঙ্গে নন্দকুমারের এবং রাজারহাট-গোপালপুরের ইআরও’র বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আইনি পদক্ষেপ করা হবে বলেও খবর। উল্লেখ্য, এর আগেও একই অভিযোগে কমিশনের শোকজের মুখে পড়েছেন রাজ্যের তিন ইআরও । কমিশনের নির্দেশ উপেক্ষা করে ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের জন্য তাঁদের শো-কজ করা হয়েছিল। এবার সরাসরি শাস্তির ইআরওদের বিরুদ্ধে শাস্তির খাড়া নামতে চলেছে বলে খবর। -ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)