• কলকাতা মেডিক্যালে মা হলেন আফ্রিকান মহিলা, জাপানি বৃদ্ধ আরও আশঙ্কাজনক
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গুরুতর অসুস্থ এক সহায়সম্বলহীন জাপানি বৃদ্ধের চিকিৎসা চলছে কলকাতা মেডিক্যাল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। এবার আফ্রিকান এক মহিলার সন্তান প্রসব হল এই সরকারি হাসপাতালেই। পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনের বাসিন্দা ওই মহিলার নাম জয়নাব আহিসা। তিনি আপাতত থাকেন নিউটাউনে। স্বামী সেখানকার একটি ফুটবল ক্লাবের হয়ে খেলেন। 

    চিকিৎসকরা জানিয়েছেন, এর আগে দু’বার সন্তান ধারণ করলেও নিজের দেশে তাঁর দু’টি সন্তানই নষ্ট হয়ে যায়। তাই এবার প্রথম থেকেই কলকাতা মেডিক্যাল কলেজে চেক আপ করাচ্ছিলেন ওই মহিলা। ২৬ জুলাই তাঁকে ইডেন বাড়িতে ভর্তি করানো হয়। পরদিন রাত ১টা নাগাদ প্রায় তিন কেজি ওজনের এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি। 

    হাসপাতাল সূত্রে খবর, মেডিক্যাল ভিসায় আসা বাংলাদেশি রোগীদের মতোই এই রোগীর ক্ষেত্রেও রাজ্য সরকারের বিদেশি রোগীদের চিকিৎসা সংক্রান্ত ফিজ নেবে মেডিক্যাল। মেডিক্যালের স্ত্রীরোগ বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রায় ৮ দিন ভর্তি আছেন আহিসা। সন্তান প্রসব, একদিন নিকু’তে এবং একদিন এইচডিইউতে থাকা—সব মিলিয়ে প্রায় ২০ হাজার টাকা বিল হয়েছে। সোমবার ওই মহিলা ছুটি পেতে পারেন। এদিকে, মেডিক্যালে ভর্তি জাপানি বৃদ্ধের শারীরিক অবস্থা আরও আশঙ্কাজনক হয়েছে। পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত ওই বৃদ্ধের রোগ ফুসফুসেও ছড়িয়েছে। তিনি খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছেন। এখনও পর্যন্ত পরিজন, বন্ধুবান্ধব বা কোনও সংস্থা তাঁর চিকিৎসার খরচ দিতে এগিয়ে আসেনি। শনিবার সন্ধ্যায় এমনটাই জানিয়েছেন মেডিক্যালের সুপার তথা উপাধ্যক্ষ ডাঃ অঞ্জন অধিকারী। এদিকে মেডিক্যালের গাইনি বিভাগে মালয়েশিয়ার জন্মগ্রহণ করা এক প্রসূতিও ভর্তি আছেন। তিনি অবশ্য পরে ভারতীয় নাগরিকত্ব নিয়েছিলেন।
  • Link to this news (বর্তমান)