• সরকারি জমি জবরদখল হয়ে যাওয়ার নালিশ আউশগ্রামে
    আনন্দবাজার | ০৩ আগস্ট ২০২৫
  • সরকারি জমি দখল করে বেআইনি ভাবে কারখানা নির্মাণের অভিযোগ পূর্ব বর্ধমানের আউশগ্রামে। এর নেপথ্যে শাসকদলের নেতারা রয়েছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ভূমি ও ভূমি সংস্কার দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

    এলাকার বাসিন্দাদের একাংশের মতে, শাসকদের স্থানীয় নেতাদের মদতেই জমি নিয়ে লক্ষ লক্ষ টাকার কারবার চলছে আউশগ্রাম বাজার সংলগ্ন সরকারি জমিগুলিকে কেন্দ্র করে। স্থানীয় পঞ্চায়েতের অনুমতি ছাড়া রাতারাতি তৈরি হয়ে যচ্ছে ঘরবাড়ি।

    উল্লেখ্য, আউশগ্রাম সংলগ্ন সরকারি পাঠাগারের জমিও বেআইনি ভাবে দখল করা হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দাদের একাংশ। তবে পাঠাগারের পরিচালন সমিতির সভাপতি ইউসুফ আলি জানান, “পাঠাগারের জায়গার উপর বা পাঠাগারের সামনে নির্মাণ হয়নি। পাশে হচ্ছে। কে বা কারা করছে জানি না।”

    আউশগ্রাম-১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বিভাস দাস বলেন, “গতবছরেই এলাকায় অধিকাংশ জায়গায় খাসজমি চিহ্নিত করে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে আসা হয়েছিল। হয়তো কিছু কিছু জায়গার সাইনবোর্ড কেউ বা কারা তুলে ফেলে দিতে পারে।”

    এই পরিস্থিতিতে জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার স্পষ্ট জানিয়ে দেন যে সরকারি জমি এই ভাবে জবরদখল করা যাবে না। যে বা যাঁরা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
  • Link to this news (আনন্দবাজার)